For Quick Alerts
For Daily Alerts
দেশের এই আটটি রাজ্য থেকে কোভিডে নতুন মৃতের সংখ্যা সর্বাধিক, তালিকায় রয়েছে বাংলাও
করোনা ভাইরাসে দেশজুড়ে আক্রান্তে সংখ্যা ৯৪ লক্ষ ছাড়ালো, যদিও দৈনিক সংক্রমণের সংখ্যা ফের কমেছে। তবে ভারতের এই আটটি রাজ্য থেকে দৈনিক করোনায় মৃত্যু সবচেয়ে বেশি দেখা দিচ্ছে। অন্তত সরকারি তথ্য তাই বলছে।
{photo-feature}
কোভিশিল্ডের ট্রায়ালে অসুস্থ স্বেচ্ছাসেবক! আইনি জালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা