• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মর্মান্তিক! কৃষকদের বিক্ষোভে উৎসাহ দিতে রাস্তায়, গাড়ির মধ্যেই পুড়ে মৃত্য প্রৌঢ়ের

কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভে উৎসাহ দিতে তিনি হাজির হয়েছিলেন দিল্লি-হরিয়ানা সীমান্তে। গাড়ির মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। কীভাবে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট নয়। গাড়িতেই রাতে ঘুমোচ্ছিলেন তিনি। কীভাবে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট নয়।

গাড়ির মধ্যেই পুড়ে মৃত্য প্রৌঢ়ের

ৃকৃষক আন্দোলনে উৎসাহিত হয়ে উঠেছিলেন তিনি। দিল্লির কাছেই প্রতিবাদ জানাচ্ছিলেন কৃষকরা। ৫৫ বছরের জনকরাজ সামিল হয়েছিলেন সেই আন্দোলনে। কৃষক আন্দোলনকে উৎসাহ জানাতেই রাস্তায় নেমেছিলেন তিনি। রাতে কাজ সেরে নিজের গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন। তার পরে আর ঘুম থেকে ওঠা হয়নি। চিরনিদ্রায় চলে যান তিনি। গাড়ির মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বারনালা জেলার ধানওলা গ্রামের বাসিন্দা তিনি।

জনক রাজের মর্মান্তির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন শিরোমনি অকালি দলের নেতা। তবে কীভাবে তাঁর গাড়িতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখছে পুলিস। এদিকে আজও সকাল থেকে উত্তাল দিল্লি-হরিয়ানা সীমান্ত। কৃষক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। দিল্লির রাজপথে নেমে রাস্তায় নেমেছেন তাঁরা। এরই মধ্যে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইনের পক্ষে সওয়াল করেছেন।

English summary
Man burn alive in the car after came front to support farmer agitation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X