• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অধিনায়ক হিসেবে কি শেষের শুরু? কোহলির অধিনায়কত্বে টানা ৫ ওডিআই হার ভারতের

  • |

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে টানা দ্বিতীয় ওডিআই হেরে, সিরিজ হারল ভারত। সিডনিতে প্রথম ম্যাচে ৬৬ রানে হারের পর এবার দ্বিতীয় ওডিআইয়ে ৫১ রানে হার কোহলি অ্যান্ড কোম্পানি। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে থেকে ওডিআই সিরিজ জিতে ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করল অস্ট্রেলিয়া।

পাঁচ ম্যাচে হার

পাঁচ ম্যাচে হার

এই নিয়ে বিরাট কোহলির অধিনায়কত্বে ওডিআই ক্রিকেটে টানা পাঁচ ম্যাচে হার ভারতের। নিউজিল্যান্ডের সফরে তিন ওডিআইতে হেরে বসেছিল ভারত। কিউয়িদের বিরুদ্ধে তিন ওডিআই হারের পর এবার অস্ট্রেলিয়া সফরে এসে টানা দুই ম্যাচে হারল মেন ইন ব্লু।

একনজের ভারতের টানা পাঁচ ম্যাচ হারের স্কোর

একনজের ভারতের টানা পাঁচ ম্যাচ হারের স্কোর

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪৭ রান তুলেও ম্যাচ হারে ভারত। এই রান তাড়া করে নিউজিল্যান্ড ১১ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে। এরপর দ্বিতীয় ওডিআই মহারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৭৪ রান তাড়া করে ২৫১ রান তুলে ২২ রানে ম্যাচ হারে কোহলি অ্যান্ড কোম্পানি। পরে ২৯৭ রান তুলেও কিউয়িদের বিরুদ্ধে হেরেছিল ভারত। এই রান তাড়া করে নিউজিল্যান্ড ১৭ বল বাকি থাকতে ৫উইকেটে ম্যাচ জিতে নেয়।

অজিদের ডেরায় বোলিং ব্যর্থতায় টানা ২ ম্যাচ হার

অজিদের ডেরায় বোলিং ব্যর্থতায় টানা ২ ম্যাচ হার

কোভিড কালে দীর্ঘ ৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সময়টা একেবারেই ভালো গেল না ভারতের। অস্ট্রেলিয়া সফরে এসে ফিঞ্চদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে জয়ের জন্যে ৩৭৫ রান তাড়া করে ভারত ৬৬ রানে ম্যাচ হারে। এরপর এদিন জয়ের জন্যে ৩৯০ রান তাড়া করে কোহলির দল ৫১ রানে লড়াই হারল।

ভারতের পরের ম্যাচ কবে

ভারতের পরের ম্যাচ কবে

বুধবার অস্ট্রেলিয়া বিরুদ্ধে ক্যানবেরাতে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ খেলবে ভারত। বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ রুখতে পারে কিনা, সেটাই এখন দেখার।

English summary
Ind vs Aus: India have now lost their last five ODIs under Virat kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X