কৃষি আইনে কৃষকদেরই কল্যাণ হবে, মন কি বাত অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী
কৃষি আইনের বিরোধিতায় উত্তাল গোটা দেশ। পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা রাজধানী দিল্লির রাজপথে নেমে আন্দোলন শুরু করেছে। সেই পরিস্থিতির মধ্যেই দেশের কৃষকদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কৃষকদের স্বার্থ দেখবে কেন্দ্র প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, কৃষি আইনে কৃষকদেরই কল্যাণ হবে। তাঁরা নতুন সুযোগ পাবেন। দেশের কৃষকদের অবস্থার উন্নতি হবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী।

কৃষক কল্যাণের প্রতিশ্রুতি
৭১ তম মন কি বাত অনুষ্ঠানে দেশের কৃষকদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, নতুন কৃষি আইনে দেশের কৃষকরাই উপকৃত হবেন। এদিকে গোটা দেশ কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। কৃষি আইনের বিরোধিতায় দিল্লির রাজপথেও বিক্ষোভ শুরু হয়েছে। এই নিয়ে উত্তাল পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি। গোটা দেশেই তার আঁচ ছড়িয়ে পড়েছে।

নতুন কৃষি আইন দিশা দেখাবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা মন কি বাত অনুষ্ঠানে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন নতুন কৃষি আইনে দেশের কৃষি পরিকাঠামোয় আমুল পরিবর্তন আনবে। দেশের সব কৃষিকাজ শিক্ষার্থীদের স্থায়ী কৃষকদের সহযোগিতার বার্তা দিেয়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন কৃষি আইনের সাহায্যে দেশের কৃষকরা আন্তর্জাতিক মানের পরিকাঠামো পাবেন। অল্প কিছু দিনের মধ্যেই তাঁরা নতুন কৃষি আইনের সুফল বুঝতে পারবেন। দেশের কৃষকদের কাছে একাধিক উন্নয়নের দিশা প্রকাশ্যে এসে যাবে।

সংস্কৃতি রক্ষার বার্তা
৭১ তম মন কি বাত অনুষ্ঠানে দেশের সংস্কৃতি রক্ষা নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংকটাপন্ন পরিস্থিতিতে দেশের সংস্কৃতি রক্ষা করাই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েন তিনি। নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভুত সাংসদের সংস্কৃততে শপথ বাক্য পাঠ করার কথা দেশবাসীকে স্মরণ করিয়ে তাঁকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সংস্কৃতি রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি।

ফেরানো হবে অন্নপূর্ণার মূর্তি
প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে প্রতিশ্রুতি গিয়েছেন, বারাণসী থেকে চুরি হয়ে যাওয়া দেবী অন্নপূর্ণার মূর্তি ফিরিয়ে নিয়ে আসা হবে দেশে। কানাডায় রয়েছে সেই মূর্তি। কানাডা সরকার সেটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর দেশবাসীকে বেশিদিন অপেক্ষা করতে হবে না দেবী অন্নপূর্ণার মূর্তি কানাডা থেকে ফিরিয়ে আনবে সরকার। এমনই বার্তা দিয়েছেন মোদী।