কলকাতা ২৪x৭: আইএসএলের সপ্তম সংস্করণে রবিবার প্রথম ডাবল-হেডার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন প্রথম ম্যাচে জামশেদপুর এফসি মুখোমুখি হবে ওডিশা এফসি’র। তিলক ময়দানে ম্যাচ শুরু বিকেল ৫টায়।

চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে উত্তেজক প্রথম ম্যাচে ১-২ গোলে হারতে হয়েছে জামশেদপুরকে। হার সত্ত্বেও প্রথম ম্যাচে দলের ছেলেদের লড়াইয়ে খুশি কোচ ওয়েন কোয়েল। কারণ প্রথম ম্যাচে দু’বারের চ্যাম্পিয়নদের একটা তুল্যমূল্য লড়াই ছুঁড়ে দিতে পেরেছিল জামশেদপুর। চেন্নাইয়িন থেকে আসা গত মরশুমের সর্বোচ্চ গোলস্কোরার নেরিজাস ভালস্কিস প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। যা ম্যাচ হারলেও কিছুটা স্বস্তি দিয়েছে ম্যানেজমেন্টকে।

অন্যদিকে ওডিশাও লিগের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে। প্রথম ম্যাচে হায়দরাবাদ এফসি’র কাছে একমাত্র গোলে হারতে হয়েছে তাদের। প্রথম ম্যাচে পারফরম্যান্সও আহামরি নয় ওডিশার। মাত্র এক গোলে জিতলেও প্রথম ম্যাচে ওডিশার বিরুদ্ধে দাপুটে ফুটবল উপহার দিয়েছে হায়দরাবাদ এফসি। সব বিভাগেই নিজামদের থেকে পিছিয়ে ছিল স্টুয়ার্ট বাক্সটারের দল। ছন্দে পাওয়া যায়নি আপফ্রন্টে দুই স্ট্রাইকার মাইকেল ওনয়ু এবং দিয়েগো মৌরিসিওকে। জামশেদপুরের বিরুদ্ধে জয় পেতে এই দু’জনের ছন্দে ফেরা জরুরি। কারণ জামশেদপুর এফসি’র রক্ষণ টুর্নামেন্টের অন্যতম সেরা বলে বিবেচিত হচ্ছে।

এর আগে আইএসএলে দু’বারই মুখোমুখি সাক্ষাৎ হয়েছে দু’দলের। দু’দলই একটি করে ম্যাচ জিতেছে। এবারে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য একাদশ।

জামশেদপুর এফসি সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):
টিপি রেহনেশ, লালদিনলিয়ানা রেন্থলেই, স্টিফেন এজে, পিটার হার্টলে, রিকি লালময়ামা, আইতর মনরয়, জিতেন্দ্র সিং, জ্যাকিচাঁদ সিং, অ্যালেক্স লিমা, আইস্যাক ভ্যানমালসামা, নেরিজাস ভালস্কিস।

ওডিশা এফসি সম্ভাব্য একাদশ (৪-৩-৩):
অর্শদীপ সিং, শুভম সারাঙ্গি, গৌরব বোরা, স্টিভেন টেলর, হেন্ডরি আন্তোনায়, থৈবা সিং, সৌরভ মেহর, মার্সেলিনহো, নন্দকুমার, দিয়েগো মৌরিসিও, মাইকেন ওনয়ু।

স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বস্ত্র ব্যবসাকে অন্যমাত্রা দিয়েছেন।'প্রশ্ন অনেকে'-এ মুখোমুখি দশভূজা স্বর্ণালী কাঞ্জিলাল I