সিডনি: করোনা আবহে অস্ট্রেলিয়ায় প্রথমবার মাঠে ফিরেছেন দর্শকরা৷ সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে এসসিজি-র গ্যালারি সাক্ষী থাকল রোম্যান্টিক পর্বের৷ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময় গ্যালারিতে এক অজি মহিলা সমর্থককে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন এক ভারতীয় সমর্থক৷ তাঁর দেওয়া আংটি পরে ওই ভারতীয় ফ্যানের প্রস্তাবে সায় দেন অজি সমর্থক৷

রোম্যান্টিক এই দৃশ্য দেখে পুরো গ্যালারি তো বটেই মাঠে থাকা ক্রিকেটাররা তাদের অভিনন্দন জানান৷ ক্যামেরার লেন্স ওই যুগলের দিকে ঘোরাতেই এই দৃশ্য চোখে পড়ে ক্রিকেটারদেরও৷ সঙ্গে সঙ্গে ওই যুগলকে হাততালি দিয়ে অভিনন্দন জানান অজি অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল৷ বিশেষ এই মুহূর্তে ভিডিও শেয়ার করে ক্রিকেট অস্ট্রেলিয়া৷

বিস্তারিত আসছে…

স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বস্ত্র ব্যবসাকে অন্যমাত্রা দিয়েছেন।'প্রশ্ন অনেকে'-এ মুখোমুখি দশভূজা স্বর্ণালী কাঞ্জিলাল I