• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শুভেন্দুর পাল্টা হলদিয়ায় তৃণমূল! ১০ কিলোমিটার দূরত্বে ‘গৃহযুদ্ধ’ ঘিরে জল্পনা তুঙ্গে

শুভেন্দু অধিকারী যখন মহিষাদলে মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম অরাজনৈতিক সভা করতে চলেছেন, তখনই ১০ কিলোমিটার দূরে হলদিয়ায় মিছিল করতে নামছে তৃণমূল। শুভেন্দু এখনও তৃণমূলেই রয়েছেন। সেই আঙ্গিকে রবিবার ১০ কিলোমিটার ব্যবধানে তৃণমূল গৃহযুদ্ধে সামিল হচ্ছে। এই লড়াই ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।

শুভেন্দু অধিকারীর পোস্টার চোখে পড়ছে না!

শুভেন্দু অধিকারীর পোস্টার চোখে পড়ছে না!

হলদিয়ায় শুভেন্দুর পাল্টা সভার আয়োজন করেছে তৃণমূল। হলদিয়ায় তৃণমূল মিছিল করবে রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুজিত বসুর নেতৃত্বে। শুভেন্গদু-গড় হলদিয়া তাই সেজে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স, পোস্টার ও ব্যানারে। কোথাও শুভেন্দু অধিকারীর পোস্টার চোখে পড়ছে না।

শুভেন্দু-গড়ে রাজীব-সুজিতের মিছিলের দিকে চোখ

শুভেন্দু-গড়ে রাজীব-সুজিতের মিছিলের দিকে চোখ

মোট কথা, শুভেন্দু বনাম তৃণমূল যুদ্ধ এখন তুঙ্গে উঠেছে। একদিকে মহিষাদলে তাই সাজো সাজে রব শুভেন্দুর অরাজনৈতিক ব্যানারে সভাস্থল ঘিরে। সেখানে দাদার অনুগামী পোস্টার-ব্যানার পড়েছে। আর হলদিয়ায় তৃণমূলের মিছিল পারতপক্ষে শুভেন্দু-বিরোধী হয়ে উঠেছে। শুভেন্দু-গড়ে রাজীব-সুজিতের মিছিলের দিকেও চোখ থাকবে রাজনৈতিক মহলের।

শুভেন্দু-গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি পরীক্ষা

শুভেন্দু-গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি পরীক্ষা

শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পর হলদিয়ার মতো জায়গায় তৃণমূল কতাটা শক্তি প্রদর্শন করতে পারে, তার পরীক্ষা দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও সুজিত বসু। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, এদিনের মিছিলে জনজোয়ার হবে। হলদিয়া দেখিয়ে দেবে, বাংলা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে।

শুভেন্দু-গড়ে জোড়া সভার দিকে চোখ রাজনৈতিক মহলের

শুভেন্দু-গড়ে জোড়া সভার দিকে চোখ রাজনৈতিক মহলের

শুভেন্দু মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর তাঁর তৃণমূল ত্যাগ এখন সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তিনি বিভিন্ন প্রাতিষ্ঠানিক পদও ছেড়ে দিয়েছেন। এখন শুধু রয়েছেন বিধায়ক আর তৃণমূলের প্রাথমিক সদস্য। যে কোনওদিন এই পদকে বাই-বাই করে তিনি তৃণমূলের সঙ্গে ২২ বছরের সম্পর্কে ইতি ঘটতে পারেন। সেই আঙ্গিকে জোড়া সভার দিকে এখন চোখ রাজনৈতিক মহলের।

English summary
TMC arranges a rally at Haldia against Subhendu Adhikari’s rally at Mahisadal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X