কলকাতার তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়া শুরু! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর একনজরে
আবহাওয়ার (Weather) রিপোর্ট যা বলছে, তাতে নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই দাপুটে ইনিংসে মাত করতে চলেছে আবহাওয়া। বাংলার বিভিন্ন প্রান্তে কার্যত ঝোড়ো মেজাজে নিজের ক্ষমতা জাহির করতে চলেছে শীত (winter)। বাংলা জুড়ে তাপমাত্রার পারদ কোনদিকে যাচ্ছে, দেখা যাক।

তাপমাত্রার ওঠানামা
গত কয়েকদিনে সাইক্লোনের প্রত্যক্ষ্য প্রভাব বাংলায় না পড়লেও তাপমত্রা বাড়তে দেখা যায়। যেখানে নভেম্বরের মাঝামাঝি থেকেই প্রবল ঠান্ডার পড়ার পূর্বাভাস আগে ছিল, তা কার্যত খানিকটা ধুয়ে মুছে শীত বারবার রাজ্য়ে প্রভাব খাটাতে বাধা পায়। এরপর নভেম্বরের শেষে দাপুটে ইনিংসে ধরা দিতে চলেছে সে।

রবিবার থেকেই তাপমাত্রা নামছে!
আবহাওয়ার রিপোর্ট বলছে, রবিবার থেকেই প্রবল হারে তাপমাত্রার পারদ নামতে শুরু করছে। ফলে বিগত কয়েকদিনের গরম আগামী কয়েকদিন অনুভূত হবে না বলেই খবর। এদিন শহর ভোরবেলা থেকেই নিম্নমুখী পারদে রয়েছে।

বৃষ্টির পূর্বাভাস নিয়ে বার্তা
কয়েকদিন আগে পর্যন্ত রাজ্যের দুই প্রতিবেশী এলাকার আকাশে ঘূর্ণাবর্তের খবর মিলেছিল। তবে তারা আপাতত কোনও প্রভাব দেখাবে না বলে খবর। রাজ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে খবর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৪.৫ ডিগ্রি
বালুরঘাট ১৬. ৫ ডিগ্রি
বাঁকুড়া ১৪. ৮ ডিগ্রি
ব্যারাকপুর ২৮. ৬ ডিগ্রি
বর্ধমান ১৫. ০ ডিগ্রি
ক্যানিং ১৫. ৬ ডিগ্রি
কোচবিহার১০.১ ডিগ্রি
দার্জিলিং ৯. ৪ ডিগ্রি
জলপাইগুড়ি ১১.৫ ডিগ্রি
শ্রীনিকেতন ১২.৮ ডিগ্রি

কলকাতার তাপমাত্রা
কলকাতায় তাপমাত্রা এদিন সর্বোচ্চ ২৯. ৫ ডিগ্রি রয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি রয়েছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯. ২ ডিগ্রিতে।