রাজ্য নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাহুল! কোন দাবি উঠল, রাহুলই বা কী বললেন
কংগ্রেসের (congress) রাজ্য নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (rahul gandhi)। বৈঠকে তিনি সংগঠনে জোর দেওয়ার নির্দেশ দেন বলে সূত্রের খবর। পাশাপাশি তিনি বলেন, বামেদের সঙ্গে জোট হচ্ছেই। বৈঠকে বামেদের সঙ্গে আসন বন্টনের সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি চূড়ান্ত করার দাবি উঠেছে বলে সূত্রের খবর।

নানা কারণে জোটে ছিল জট
পুজোর সময় থেকে বাম এবং কংগ্রেস নেতাদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছিল। কোনও বৈঠকে বলা হয়েছিল অধীর চৌধুরীকে বাম-কংগ্রেস জোটের মুখ করা হোক। আবার কোনও বৈঠকে কংগ্রেসের তরফে অর্ধেক আসন দাবি করা হয়েছিল বলে সূত্রের খবর। যা নিয়ে সিপিএম-এর রাজ্য নেতৃত্বের তরফে সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে জানানো হয়। তিনি কথা বলেন রাহুল গান্ধীর সঙ্গে। এরপরে ২৭ নভেম্বর ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী।

অধীর দিয়েছিলেন হিসেব
অধীর চৌধুরী পরিসংখ্যান তুলে ধরে বলেছিলেন, ২০১৬-র বিধানসভা নির্বাচনে ৯০ টি আসনে লড়াই করে কংগ্রেস পেয়েছিল ৪৪ টি আসন। অন্যদিকে বামগুলি ২০০ টি আসনে লড়াই করে মাত্র ৩২ টি আসন পেয়েছিল। সেই হিসেবের নিরিখে ২৯৪ আসন বিশিষ্ট রাজ্য বিধানসভায় বামেদের থেকে কংগ্রেস বেশি আসন পেয়েছিল।
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আরও বলেছিলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে ২ টি আসন পেয়েছিল কংগ্রেস। বামেরা একটিও আসন পায়নি। একটি আসন বাদ দিয়ে বাকি আসনে বাম প্রার্থীদের জমানত জব্দও হয়েছিল বলেও যুক্তি তুলে ধরেছিলেন তিনি।

২২ প্রদেশ কংগ্রেস নেতাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক
রাহুল গান্ধী শুক্রবার ভার্চুয়াল বৈঠক করেন ২২ জন প্রদেশ কংগ্রেস নেতাকে নিয়ে। সেই বৈঠকেই রাহুল গান্ধী জানিয়ে দেন জোট হচ্ছেই। পাশাপাশি তিনি, প্রদেশ কংগ্রেস নেতাদের সাবধানী হতেও পরামর্শ দেন বলে জানা গিয়েছে। রাহুল গান্ধী আরও বলেন, তিনি মাঝে মধ্যে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বসবেন। পাশাপাশি মুর্শিদাবাদ, মালদহ জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে পরামর্শ দেন। বৈঠকে রাহুল গান্ধীর সামনে আগেকার সব রিপোর্ট তুলে ধরা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী রাহুল নাকি বলেছেন, সব বিষয় তিনি সনিয়া গান্ধীর সামনে তুলে ধরবেন। পরিস্থিতি যাতে শেষ মুহূর্তে ২০১৯-এর লোকসভা ভোটের মতো না হয়, সেইকথাও উঠে আসে বলে জানা গিয়েছে।

বৈঠক নিয়ে অধীর চৌধুরী
শুক্রবারের বৈঠক নিয়ে অধীর চৌধুরী জানিয়েছেন, জোট হচ্ছেই। তারা বামদলগুলির সঙ্গে যৌথ কর্মসূচি নিচ্ছেন বলেও জানিয়েছেন। এব্যাপারে ২৬ নভেম্বররে ধর্মঘটে একসঙ্গে কাজ করার কথাও স্মরণ করিয়ে দেও অধীর চৌধুরী। যাঁরা অন্যদলে গিয়েছিলেন, তাঁদের কংগ্রেসে ফিরে আসার জন্য আবেদনও করেন অধীর চৌধুরী।