হায়দরাবাদ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া এআইএমআইএম বা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির। শনিবার বৃহৎ হায়দরবাদ পুরনিগমের ভোটের প্রচারে গিয়ে হায়দরাবাদের নাম বদলের পক্ষে সওয়াল করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগীকে আক্রমণ শানিয়ে ওয়েইসির পাল্টা তোপ, ‘‘আপনার নাম পরিবর্তন করা হবে, তবে হায়দরাবাদের নয়।’’

আগামী ১ ডিসেম্বর বৃহৎ হায়দরবাদ পুরনিগমের নির্বাচন। এবার বৃহৎ হায়দরবাদ পুরনিগম দখলে মরিয়া গেরুয়া শিবির। বিজেপির তাবড় নেতা-মন্ত্রীরা ইতিমধ্যেই হায়দরাবাদে ভোটের প্রচার সেরে গিয়েছেন। অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ভোটের প্রচারে এসেছিলেন। শেষবেলার ভোটের প্রচারে এসে ঝড় তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

হিন্দু-রাজনীতির তাস খেলে ভোট বৈতরণী পার করার চেষ্টা যোগীর। তাঁর ভাষণেও শনিবার সেই ছাপ ছিল স্পষ্ট। হায়দরাবাদের নাম বদলের পক্ষে সওয়াল যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর-পরই একাধিক জায়গার নাম বদলেছেন আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের এলাহাবাদের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদের নাম বদলে হয়েছে অযোধ্যা। এবার বৃহৎ হায়দরবাদ পুরনিগমের নির্বাচনের প্রচারে গিয়েও নামবদলের ‘রাজনীতি’ যোগী আদিত্যনাথের।

শনিবার তিনি বলেন, ‘‘কিছু লোক আমাকে জিজ্ঞাসা করছিলেন যে হায়দরাবাদের নাম ‘ভাগ্যনগর’ করা যেতে পারে কিনা। আমি বললাম – কেন হবে না। আমি তাঁদের বলেছিলাম, উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পরে আমরা ফৈজাবাদের নাম অযোধ্যা ও এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করেছি। তাহলে হায়দরাবাদের নাম ‘ভাগ্যনগর’ করা যাবে না কেন?’’

আদিত্যনাথের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি বলেন, ‘‘ওঁরা সব জায়গার নাম বদলে দিতে চায়। আপনারও নাম পরিবর্তন করা হবে, তবে হায়দরাবাদের নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এখানে এসে বলেছেন যে তিনি হায়দরাবাদের নাম পরিবর্তন করবেন। এব্যাপারে আপনার সঙ্গে কি কোনও চুক্তি হয়েছে?’’

স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বস্ত্র ব্যবসাকে অন্যমাত্রা দিয়েছেন।'প্রশ্ন অনেকে'-এ মুখোমুখি দশভূজা স্বর্ণালী কাঞ্জিলাল I