ভারত বনাম অস্ট্রেলিয়া : ওয়ান ডে-তে মুখোমুখি পরিসংখ্যানে কোন দলের পাল্লা ভারী
প্রথম ম্যাচের বিপর্যয় কাটিয়ে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। ম্যাচে বিরাট কোহলি শিবির ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্বের ক্রিকেট মহল। তার আগে দেখে নেওয়া যাক ৫০ ওভারের ফর্ম্যাটে মুখোমুখি পরিসংখ্যানে কোন দলের পাল্লা ভারী।

ম্যাচ জয়ের সংখ্যায় এগিয়ে কোন দেশ
এখনও পর্যন্ত ১৪৬টি ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ৭৯ বার জিতেছে অস্ট্রেলিয়া। ৫২ বার জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ১৫ বার দুই দলের মোকাবিলায় কোনও ফলাফল বেরোয়নি।

অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের পরিসংখ্যান
অস্ট্রলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে ওয়ান ডে-তে ৫২ বার মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ৩৭ বার হেরেছে মেন ইন ব্লু। শেষ ছয় বারের সাক্ষাতে তিন বার করে জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া। গত ম্যাচে ভারতকে ৬৬ রানে হারিয়েছে হলুদ বাহিনী।

সবচেয়ে বেশি উইকেট
টিম ইন্ডিয়ার জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদজা। অজি শিবিরের বিরুদ্ধে ২৭টি উইকেট রয়েছে তাঁর। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে-তে সর্বাধিক ২১ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স।

দুই অধিনায়কের পরিসংখ্যান
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯টি ওয়ান ডে ইনিংসে ৫৪-এর গড়ে ১৯৩১ রান করেছন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ভারতের বিরুদ্ধে ২৯টি ওয়ান ডে ইনিংস খেলে ১৩২৫ রান করেছেন।
ধোনি, বিরাটকে নিশানা রামচন্দ্রের, আক্রমণ বিসিসিআই সভাপতিকেও!