দিলীপ নিজেকে বাংলার রাজা মনে করছেন! অঙ্ক দিয়ে বাস্তব বোঝালেন সৌগত রায়
শুভেন্দু অধিকারীকে নিয়ে বিব্রত তৃণমূল। তারই মধ্যে আবার মিহির গোস্বামী দল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন। এই অবস্থায় তৃণমূলকে নিশানা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর তৃণমূলে ডিজাস্টার ম্যানেজমেন্ট কটাক্ষের মোক্ষম জবাব দিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়।

দিলীপ ঘোষ নিজেকে পশ্চিমবঙ্গের রাজা ভাবছেন
দিলীপ ঘোষকে খোঁচা দিয়ে সৌগত রায় বলেন, দিলীপবাবু বোধহয় দিবাস্বপ্ন দেখছেন। নিজেকে পশ্চিমবঙ্গের রাজা ভাবছেন। তাই অবাস্তব কথা বলছেন। তিনি আসলে ডিজাস্টার ম্যানেজমেন্ট কথাটা নতুন শিখেছেন, তাই কোথায় প্রয়োগ করতে হয় সেটাই ভুলে গিয়েছেন।

অঙ্ক দিয়ে সৌগত বোঝালেন কোনও ডিজাস্টার নেই
অঙ্ক দিয়ে সৌগত রায় বুঝিয়ে দেন, কোনও ডিজাস্টার ঘটেনি তৃণমূলে। একজন বিধায়ক তৃমমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তাতে কিছু যায় আসে না। তিনি মনে করিয়ে দেন, ২১৮ জন বিধায়ক তাঁদের রয়েছেন, আর লোকসভার ২২ জন সাংসদ এবং ১৩ জন রাজ্যসভার রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র ১ জন গেলে ডিজাস্টার হয় না।

শুভেন্দুও দল ছাড়বেন না, তৃণমূলে ডিজাস্টার হবে না
বাংলায় তৃণমূলের ডিজাস্টার হবে না। শুভেন্দুও দল ছাড়বেন না। এখনও আশাবাদী সৌগত রায়। তিনি বলেন, মন্ত্রিত্ব ছেড়েছেন বিধায়ক পদ ও প্রাথমিক সদস্যপদ তো ছাড়েননি। শুভেন্দুকে নিয়ে আলোচনার পথ খোলা আছে। যতক্ষণ শুভেন্দু তৃণমূলে আছেন, ততক্ষণ আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী তিনি।

মা খুব অসুস্থ, শুভেন্দু কলকাতায় আসতে পারছেন না
তাহলে শুভেন্দুর সঙ্গে আলোচনা চলছে না কেন? সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন সৌগত রায়। আসলে শুভেন্দুর মা খুব অসুস্থ। তাই শুভেন্দু কলকাতায় আসতে পারছেন না। শুভেন্দু কলকাতায় এলেই আলোচনা হবে। বিজেপির মনোবাঞ্ছা কোনওদিন পূর্ণ হবে না। শুভেন্দু তৃণমূল ছাড়বেন না, ফলে ডিজাস্টার আসার কোনও সম্ভাবনাই নেই!
মুকুল-দিলীপদের ভরসা আর নয়, একুশের প্রার্থী তালিকা নিজে হাতে করবেন 'চাণক্য’