বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল পৌনে ৫ লক্ষ, উদ্বেগ দৈনিক সংক্রমণে
বাংলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছাড়াল পৌনে পাঁচ লক্ষ। দৈনিক সুস্থের সংখ্যা সংক্রমণের থেকে বেশি, তাই সক্রিয় রোগীর সংখ্যা কমছে। কিন্তু সংক্রমণ নিয়ে উদ্বেগ পিছু ছাড়ছে না কিছুতেই। প্রতিদিনই একই হারে সংক্রমণ হয়ে চলেছে বাংলায়। করোনা সুস্থতার হার বেড়েছে, তবু উদ্বেগ ধরা পড়ছে পরিসংখ্যানে।


একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৪৫৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৪ লক্ষ ৭৩ হাজার ৯৮৭ জন। এদিন ৩৪৮৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ৪৪৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩২২। এদিন মৃত্যু হয়েছে ৫২ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪ লক্ষ ৭৭ হাজার ৪৪৬ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৪ হাজার ৫৩৭ জন। এদিন ৮০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৪৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩৪৯৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ৪৪ হাজার ৫৮৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৩.১২ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫৭ লক্ষ ৮৯ হাজার ৫৪৭ জনের। ৯৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬৪৩২৮। এদিন টেস্টিং হয়েছে ৪৫১৮৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.২৫ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১০৫১৭১। এদিন ৮৯০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৯৯৩৩১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। হাওড়াকে টপকে দক্ষিণ ২৪ পরগনা এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৩৬ জন বেড়ে হয়েছে ৩১৭৮৪। হাওড়ায় আক্রান্ত ৩০৮৪৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। হুগলিতে ১৯৫ জন বেড়ে আক্রান্ত ২৪৭৯০ জন।