For Quick Alerts
For Daily Alerts
LIVE

LIVE সিডনিতে প্রথম একদিনের ম্যাচে ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২১৪/১, শতরানের মুখে ফিঞ্চ
করোনার ভয় কাটিয়ে মাঠে নামতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। ক্রিকেটের দুই মহান শক্তিধর দেশ অংশ নেবে একদিনের সিরিজ, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে। আজ থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজের প্রথম ম্যাচ। এরপরে টি-টোয়েন্টি এবং সবশেষে হবে টেস্টের মহারণ। বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত কেমন খেলে সেদিকে সকলের নজর থাকবে। সদ্য আইপিএল খেলে অস্ট্রেলিয়ায় গিয়েছে ভারতীয় দল। মানসিকভাবে এই দল অনেক শক্তিশালী। অন্যদিকে এই অস্ট্রেলিয়া দল আগের মতো শক্তিশালী নয়। এই অবস্থায় ভারতীয় দলের কাছে সুযোগ রয়েছে একদিনের সিরিজ, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ জিতে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তৈরি করার। এদিন যার প্রথম সোপান। প্রথম একদিনের ম্যাচের সমস্ত আপডেট দেখুন এখানে।
Newest First Oldest First
READ MORE