• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
LIVE

LIVE সিডনিতে প্রথম একদিনের ম্যাচে ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২১৪/১, শতরানের মুখে ফিঞ্চ

করোনার ভয় কাটিয়ে মাঠে নামতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। ক্রিকেটের দুই মহান শক্তিধর দেশ অংশ নেবে একদিনের সিরিজ, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে। আজ থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজের প্রথম ম্যাচ। এরপরে টি-টোয়েন্টি এবং সবশেষে হবে টেস্টের মহারণ। বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত কেমন খেলে সেদিকে সকলের নজর থাকবে। সদ্য আইপিএল খেলে অস্ট্রেলিয়ায় গিয়েছে ভারতীয় দল। মানসিকভাবে এই দল অনেক শক্তিশালী। অন্যদিকে এই অস্ট্রেলিয়া দল আগের মতো শক্তিশালী নয়। এই অবস্থায় ভারতীয় দলের কাছে সুযোগ রয়েছে একদিনের সিরিজ, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ জিতে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তৈরি করার। এদিন যার প্রথম সোপান। প্রথম একদিনের ম্যাচের সমস্ত আপডেট দেখুন এখানে।

LIVE সিডনিতে প্রথম একদিনের ম্যাচে ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২১৪/১, শতরানের মুখে ফিঞ্চ

Newest First Oldest First
12:05 PM, 27 Nov
সপ্তম ওভারে ৬ রান দিলেন মহম্মদ শামি। ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২১৪/১।
12:00 PM, 27 Nov
৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২০৮/১।
12:00 PM, 27 Nov
৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২০৮/১।
11:57 AM, 27 Nov
নভদীপ সাইনির সপ্তম ওভার থেকে এল ৯ রান। ৩৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২০৩/১।
11:56 AM, 27 Nov
২০০ রান পূর্ণ হল অস্ট্রেলিয়ার।
11:52 AM, 27 Nov
৩৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৯৪/১।
11:52 AM, 27 Nov
অষ্টম ওভারে ৬ রান দিলেন জাড্ডু।
11:50 AM, 27 Nov
চাহালের পরিবর্তে জাদেজাকে আক্রমণে আনলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট।
11:49 AM, 27 Nov
থামানো যাচ্ছে না অ্যারন ফিঞ্চকে।
11:47 AM, 27 Nov
সাইনির ষষ্ঠ ওভার থেকে এল ৯ রান। ৩২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৮৮/১।
11:42 AM, 27 Nov
চাহালের সপ্তম ওভার থেকে এল ১০ রান। ৩১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭৯/১।
11:39 AM, 27 Nov
৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৯/১।
11:34 AM, 27 Nov
২৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৩/১।
11:30 AM, 27 Nov
২৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৬/১।
11:25 AM, 27 Nov
মহম্মদ শামির বলে আউট হলেন ডেভিড ওয়ার্নার।
11:22 AM, 27 Nov
দুই ব্যাটসম্যানের মধ্যে সার্ধশতরান পার্টনারশিপ।
11:21 AM, 27 Nov
ফিঞ্চ এবং ওয়ার্নারের জুটি ভাঙতে ব্যর্থ টিম ইন্ডিয়া।
11:17 AM, 27 Nov
নিজের তৃতীয় স্পেলের প্রথম ওভারে ৪ রান দিলেন শামি। ২৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৩৮/০।
11:11 AM, 27 Nov
২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৩৪/০।
11:09 AM, 27 Nov
দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে মাত্র ১ রান দিলেন যুজবেন্দ্র চাহাল। ২৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২৭/০।
11:08 AM, 27 Nov
দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে মাত্র ১ রান দিলেন যুজবেন্দ্র চাহাল। ২৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২৭/০।
11:04 AM, 27 Nov
জাদেজার পঞ্চম ওভার থেকে এল ৮ রান। ২৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২৬/০। অর্ধশতরান পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার।
11:01 AM, 27 Nov
বুমরাহের ষষ্ঠ ওভার থেকে এল ১১ রান। ২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৮/০।
10:55 AM, 27 Nov
২১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০৭/০
10:52 AM, 27 Nov
বুমরাহের ওভার থেকে এল ৩ রান। ২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০৩/০।
10:50 AM, 27 Nov
অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙতে জসপ্রীত বুমরাহকে আক্রমণে আনলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
10:47 AM, 27 Nov
ওয়ার্নার ও ফিঞ্চের মধ্যে ১০০ রানের পার্টনারশিপ। ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০০/০।
10:45 AM, 27 Nov
৬৯ বল খেলে অর্ধশতরান রান পূর্ণ করলেন অ্যারন ফিঞ্চ।
10:44 AM, 27 Nov
চাহালের চতুর্থ ওভার থেকে এল ১৩ রান। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯৭/০।
10:43 AM, 27 Nov
৪৮ রানে ব্যাট করছেন অজি অধিনায়ক।
READ MORE

English summary
Live Updates of India vs Australia first ODI match from Sydney in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X