আইএসএল ডার্বির আগে 'এলো ওলে ওলে' অ্যান্থেমে মাতালো এসসি ইস্টবেঙ্গল
আর কয়েক ঘণ্টা পরেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। ম্যাচের ভিউয়ারশিপ সর্বকালের রেকর্ড ছাপিয়ে যাবে বলে মনে করে উদ্যোক্তরা। সেই উত্তাপ গায়ে লাগিয়ে নতুন অ্যান্থেম সামনে এনে লড়াইকে আকর্ষণীয় করে তুলল লাল-হলুদ।

আজ সন্ধ্যায় গোয়ার তিলক ময়দানে এটিকে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে এটি সবুজ-মেরুনের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। আজ সেই জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে আজই আইএসএল অভিযান শুরু হচ্ছে এসসি ইস্টবেঙ্গলের। তার আগে নতুন অ্যান্থাম প্রকাশ করে সমর্থকদের উদ্বুদ্ধ করল লাল-হলুদ।
টুইটারে একটি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করেছে এসসি ইস্টবেঙ্গল। যেখান লাল-হলুদ ফুটবলারদের বল পায়ে দৌড়তে এবং গোল করতে দেখা যাচ্ছে। সঙ্গে বাংলা ও স্প্যানিশ ভাষার গান, ভিডিওটিকে আকর্ষণীয় করে তুলেছে। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ডার্বিতে ঠিক দলের ফুটবলাররা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মাঠ কাঁপাবেন বলে মনে করেন লাল-হলুদের সমর্থকরা।
Sporting Club East Bengal's Official Anthem for our fans, supporters and team members!
— SC East Bengal (@sc_eastbengal) November 26, 2020
#MoshalBahini #TorchBearers#ChhilamAchiThakbo #JoyEastBengal #JoySCEastBengalhttps://t.co/RxAYUE9wOD
এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ : দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), স্কট নেভিল, ড্যানি ফক্স, রানা ঘরামি, লালরামচুলোভা, মাটি স্টেইনম্যান, এগুয়েনসন লিংডো, নারায়ণ দাস, আন্টোনি পিলকিংটন, জ্যাকুয়েস মাঘোমা, বলবন্ত সিং।
এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ : অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, প্রবীর দাস, প্রণয় হালদার, কার্ল ম্যাকহাগ, শুভাশিস বোস, জাভি হার্নান্ডেজ, ডেভিড উইলিয়ামসন, রয় কৃষ্ণা।