সিডনি: প্রথম ম্যাচেই দুরন্ত অজি ওপেনিং জুটি৷ ভারতীয় বোলিংকে ক্লাবস্তরে নামিয়ে দেড়শো রানের পার্টনারশিপ গড়েন দুই অজি ওপেনার ডেভি়ড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ৷ দুই ওপেনারই হাফ-সেঞ্চুরি করেন৷ অস্ট্রেলিয়ার প্রথম উইকেট তুলতে ২৮ ওভার লাগল বিরাট কোহলির দলের বোলারদের৷
এসসিজি-র পিচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া৷ ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ৷ দুই ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নার প্রথমে ব্যাটিংয়ের সুবিধা কাজে লাগান৷ প্রথম ৫ ওভারে ২৭ রান যোগ করেন তারা৷ তারপর ধীরে ধীরে অজি ইনিংসের ভিত মজবুত করেন দুই ওপেনার৷
শুরুতে পিচের বাউন্সের সঙ্গে মানিয়ে নিয়ে স্বচ্ছন্দে ব্যাটিং করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার৷ সপ্তম ওভারে তরুণ পেসার নভদীপ সাইনিকে আক্রমণে নিয়ে আসেন ক্যাপ্টেন কোহালি৷ ভারত অধিনায়ক ভালোই জানেন এই দুই ওপেনার বেশিক্ষণ ক্রিজে থাকলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন৷ ওপেনিং জুটি ভাঙতে মরিয়া হয়ে ওঠেন ভারতীয় বোলাররা৷ প্রথম ১০ ওভারে কোনও উইকেট না-হারিয়ে ৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া৷
বিস্তারিত আসছে…