স্টাফ রিপোর্টার, কলকাতা: নেটফ্লিক্সের ওয়েবসিরিজ ‘এ সুইটেবল বয়‘-ইস্যুতে বিজেপিকে বিঁধলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের স্থাপত্য খাজুরাহোর মন্দিরে যৌন মিলনের ছবি পোস্ট করেন তিনি।

নেটফ্লিক্সের ওয়েবসিরিজ ‘এ সুইটেবল বয়‘-এ এক চুম্বন দৃশ্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ওই সিরিজের কিছু দৃশ্যে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে, এই অভিযোগে বিজেপি নেতা গৌরব তিওয়ারি এফআইআর দায়ের করেছেন নেটফ্লিক্সের বিরুদ্ধে।

ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সম্পাদক গৌরব টুইটে লিখেছেন, ‘আ স্যুটেবল বয় সিরিজে, নেটফ্লিক্স তিনটি চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে। তার মধ্যে একটি পর্বে, মন্দিরের ভিতর একটি চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে’। তিনি প্রশ্ন তুলেছেন, হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেমের গল্পে সব চুম্বন দৃশ্যই কেন মন্দির প্রাঙ্গণের ভিতর দেখানো হয়েছে।

বৃহস্পতিবার খাজুরাহোর মন্দিরের দেওয়ালের একটি যৌনমিলনের ছবিকে হাতিয়ার করে মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে খোঁচা দেন মহুয়া। টুইটারে তিনি লেখেন, “মধ্যপ্রদেশের পুলিশ নেটফ্লিক্সের ওয়েবসিরিজ খতিয়ে দেখবেন, হিন্দু ধর্মকে আঘাত করার মতো কোনও বিষয় রয়েছে কি না। তাহলে খাজুরাহোর মন্দিরের গায়ে এগুলো কী?”

উল্লেখ্য, মীরা নায়ার পরিচালিত ‘এ সুইটেবল বয়’ ওয়েব সিরিজটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। সেখানেই একটি দৃশ্যে দেখানো হয়েছে, মন্দিরের মধ্যে গভীর চুম্বনে লিপ্ত হিন্দু তরুণী ও এক মুসলিম যুবক। তাতেই সরগরম নেটদুনিয়া। এই ওয়েব সিরিজটি লাভ জেহাদকে সমর্থন করছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে হইচই হতেই মধ্যপ্রদেশের রেওয়া থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির যুব মোর্চার নেতা গৌরব তিওয়ারি। দৃশ্যটি সরিয়ে দিয়ে নেটফ্লিক্সকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন তিনি।

বিক্রম শেঠের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এই সিরিজ ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। টাবু, ঈশান খট্টর, তানিয়া মানিকতলা, রসিকা দুগ্গল মতো অভিনেতাদের দেখা যাচ্ছে এই সিরিজে।

সপ্তম পর্বের দশভূজা লুভা নাহিদ চৌধুরী।