নীরবতা পালনের মধ্যে দিয়ে ডার্বি যুদ্ধে চূনী-পিকেকে বিশেষ শ্রদ্ধা মোহনবাগান-ইস্টবেঙ্গলের
ইতিহাসের ডার্বিতে ঢাকে কাঠি। গোয়ার তিলক ময়দানে বল গড়ানোর মধ্য়ে দিয়ে আইএসএলের প্রথম ডার্বিযুদ্ধে নেমে পড়ল এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গল । ম্যাচ শুরুর আগে এদিন নীরবতা পালন করে ডার্বি যুদ্ধে চূনী গোস্বামী-পিকে বন্দ্যোপাধ্যায়কে বিশেষ শ্রদ্ধা জানাল দুই দল।

ইলিশ চিংড়ির ডাঙায় যুদ্ধ শুরুর আগে দুই দলের ফুটবলাররা মাঠের মাঝে নীরবতা পালন করলেন। সেই সঙ্গে এদিন বাংলায় দুই কিংবদন্তি চূনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে হাতে কালো ব্যান্ড পরে ফুটবলাররা ডার্বি খেলছেন।

প্রসঙ্গত বিষের বছর ২০২০তে কোভিড কালের মধ্যে দুই কিংবদন্তি ফুটবলারকে হারিয়েছে বাংলা। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি থাকার পর ২০ মার্চ মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণে ৮৩ বছর বয়সে কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবলের এক যুগের অবসান হয়ে যায়।

পরবর্তী সময় করোনার বছরে আরও এক কিংবদন্তিকে হারিয়ে ভারত। দীর্ঘ রোগভোগের পর ৮২ বছর বয়সে চূনী গোস্বামী না ফেরার দেশে চলে যান। ৩০ এপ্রিল ভারতীয় ফুটবলের আকাশে নক্ষত্র পতন হয়। কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাস পরই আরও এক কিংবদন্তিতে হারানোয় ভারতীয় ফুটবল অভিভাবকহীন হয়ে পড়ে।