কলকাতা: মন্ত্রিত্ব ছাড়ার পর এবার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। একের পর এক পদ থেকে ইস্তফা দিয়ে এবার কি দল ছাড়ছেন নন্দীগ্রামের বিধায়ক? এখনই এবিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও তাঁর একের পর এক পদক্ষেপ সেই ইঙ্গিতই দিচ্ছে।

শুক্রবার সকালেই সরকারি নিরাপত্তা ছেড়েছেন শুভেন্দু অধিকারী। এদিন সকালেই পাইলট কার ও এসকর্ট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। নিজের নিরাপত্তা ছাড়ার প্রক্রিয়া শেষ হতেই মন্ত্রিত্বের পদ থেকেও সরে দাঁড়ান শুভেন্দু। তারও কিছু সময় পর এবার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

একের পর এক সরকারি পদ ছেড়ে দিলেও এখনই তৃণমূল ছাড়ার পরিকল্পনা নেই শুভেন্দু অধিকারীর। এমনই খবর তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে। বৃহস্পতিবারই HRBC-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী৷ তিনি সরে দাঁড়ানোয় তড়িঘড়ি ওই পদে বসানো হয় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়কে৷

দিন কয়েক ধরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বিঁধে একের পর এক মন্তব্য় করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া না থাকলে শুভেন্দু অধিকারীর এই জনপ্রিয়তা পাওয়া সম্ভব হত না বলেও মন্তব্য করেছিলেন কল্যাণ। এছাড়াও শ্রীরামপুরের সাংসদ শুভেন্দুকে ব্যক্তিগত আক্রমণও করেছিলেন।

সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই তাঁর ছেড়ে যাওয়া পদে দ্রুত বসানোয় আগুনে ঘৃতাহুতি পড়ে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বৃহস্পতিবার সকালে সরকারি নিরাপত্তা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিয়ে দেন শুভেন্দু অধিকারী। এরই কিছুক্ষণ পরে এবার হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী।

স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বস্ত্র ব্যবসাকে অন্যমাত্রা দিয়েছেন।'প্রশ্ন অনেকে'-এ মুখোমুখি দশভূজা স্বর্ণালী কাঞ্জিলাল I