ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে মাঠে ঢুকে পড়া দর্শকদের প্রতিবাদ! জৈব সুরক্ষার নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন
ক্রিকেটে ফিরল ভারত। করোনা পরবর্তী সময় আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরলেন বিরাট কোহলিরা। প্রত্যাবর্তনে দিন ম্যাচ জিততে না পারলেও ৩৭৫ রানের টার্গেট তাড়া করে লড়াই করেছে ভারত। হার্দিকের ৯০ রানের ইনিংসে ভারত শেষ পর্যন্ত ৩০৮ রানে থেমে। শেষ পর্যন্ত ভারতীয় দল ৬৬ রানে ম্যাচ হারল। ফলে তিন ম্যাচে ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

এদিন ম্যাচের মাঝে এক ঘটনা অবশ্য ক্রিকেটে শোয়ের সুর কাটল। আদানি গ্রুপের কয়লাখনি নিয়ে প্রতিবাদ সিডনির মাঠে ঢুকে দু'জন ক্রিকেট সমর্থক প্রতিবাদ জানান। গায়ে টি-শার্টে 'স্টপ আদানি' লিখে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত এদিন ৫০ শতাংশ দর্শক ঢোকার অনুমতিতে কোভিড পরবর্তী সময়ে বাইশ গজে খেলা শুরু করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনিতে এই মুহূর্তে করোনা পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়। সেই কারণেই মাঠে বসে এদিন ম্যাচ দেখার অনুমতি পাওয়া গিয়েছিল।
ভারত-অস্ট্রেলিয়া দুই দলের ক্রিকেট ফ্যানেদেরই এদিন গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে দেখা যায়। এর মাঝেই অবশ্য প্ল্যাকার্ড হাতে প্রতিবাদীরা মাঠে ঢুকে পড়েন। তবে এই ঘটনার পর ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠে গেল।
প্রতিবাদীদের দল প্ল্যাকার্ড নিয়ে যেভাবে মাঠে ঢুকে পড়লেন তাঁকে বিরাট-স্মিথদের জৈব সুরক্ষার নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন উঠছে। সেই সঙ্গে দর্শকদের মাঠে ঢোকার মুহূর্তে নিরাপত্তাকর্মীরা কেন তৎপরতা দেখালেন না, সেই নিয়েও জোর সমালোচনা শুরু।
ব্যারিকেড ভেঙে, কাঁদানে গ্যাস উপেক্ষা করেই 'দিল্লি জয়' কৃষকদের