আইএসএলের ঐতিহাসিক ডার্বিতে মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ: দুই প্রধানের ভারতীয় ট্রফি ক্যাবিনেট দেখে নিন
বাঙাল-ঘটির ডার্বি ম্যাচের ঢাকে কাঠি। ভারতীয় ফুটবলে আজ ঐতিহাসিক দিন। গোয়ায় ডার্বি যুদ্ধে মাঠে মোহনবাগান-ইস্টবেঙ্গলের মধ্য়ে মাঠে বল গড়াল। কর্পোরেট যোগের পর এই প্রথম আইএসএল মঞ্চে এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল লড়াই দেখতে ভারতীয় ফুটবল ফ্যানেদের মধ্য়ে উত্তেজনা তুঙ্গে।

ছয় বছরের অপক্ষা শেষে এই প্রথমবার আইএসএল মঞ্চে ডাঙায় যুদ্ধে ইলিশ-চিংড়ি। মেগা লিগে এই প্রথমবার এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামল। একনজরে দুই প্রধানের ভারতীয় ট্রফি ক্যাবিনেট দেখে নেওয়া যাক।
ভারতীয় ফুটবলের ইতিহাসে জাতীয় লিগ ও আই লিগ মিলিয়ে মোহনবাগান ৫ বার ট্রফি জিতেছে। গত বছর আই লিগ জিতে আইএসএলে পা রেখেছে মোহনবাগান। অন্যদিকে ফেডারেশন কাপ জিতেছে ১৪ বার। সুপার কাপে ২ বার খেতাব জিতেছে মেরিনার্সরা। আইএফএ শিল্ড জয় ২০ বার, ডুরান্ড জয় ১৬ বার, কলকাতা লিগ জিতেছে ৩০ বার,রোভার্স কাপ জয় ১৪ বার।
অন্যদিকে ভারতীয় ফুটবলের ইতিহাসে ইস্টবেঙ্গল ৩ বার জাতীয় লিগ জিতেছে। ফেডারেশন কাপ জয় ৮ বার, সুপার কাপে ৩ বার জয় পেয়েছে। আইএফএ শিল্ড জয় ২৯ বার, ডুরান্ড জিতেছে ১৬ বার, কলকাতা লিগ জয় ৩৯ বার ও রোভার্স কাপ জিতেছে ১০ বার।