• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বঙ্গোপসাগরে ফুঁসছে নিভার পরবর্তী জোড়া 'বিপর্যয়'! সাইক্লোনের পর আবহাওয়ার কোন পূর্বাভাস

সাইক্লোন নিভারেই নিস্তার নেই, এরপর আরও দুটি পর পর বিপর্যয় আসন্ন বলে আবহাওয়ার পূর্বাভাসে আগাম বার্তা উঠে আসতে শুরু করে। ইতিমধ্যেই সাইক্লোন নিভার তার বিধ্বংসী রূপ দেখিয়ে তামিলভূমের তট ছেড়ে বেরিয়ে যায়। এবার আসন্ন আরও দুই বিপর্যয়!

নিভার নিয়ে সর্বশেষ পূর্বাভাস

নিভার নিয়ে সর্বশেষ পূর্বাভাস

ক্রমেই তেজ কমিয়ে হাওয়ার গতি ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় নিয়ে এগিয়ে যাচ্ছে সাইক্লোন ঝড় নিভার। নিভাররে বৃষ্টির সংহার রূপ সেভাবেআর চরম আকার ধারণ না করতে পারলেও,কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ এখনও নিভারের বিপন্মুক্ত নয়। কর্ণাটকে জারি হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে নিভারের লাল সতর্কতা।

 আরও দুই নিম্নচাপ আসন্ন

আরও দুই নিম্নচাপ আসন্ন

আইএমডির তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরের বুকে আরও একটি নিম্নচাপ দানা বাঁধতে শুরু করেছে। সেটিও বঙ্গোপসাগরের দক্ষিণ উপকূল ঘেঁসে এগিয়ে যাবে। এটি কেটে গেলেই আরও একটি নতু নিম্নচাপ ঘনীভূত হকে শুরু করবে বঙ্গোপসাগরে।

 নভেম্বর থেকে ডিসেম্বরে পর পর নিম্নচাপ ফুঁসে উঠবে!

নভেম্বর থেকে ডিসেম্বরে পর পর নিম্নচাপ ফুঁসে উঠবে!

জানা গিয়েছে নভেম্বর মাসের ২৯ তারিখ বঙ্গোপসাগরে তামিলনাড়ু উপকূলে একটি নিম্নচাপ দানা বাঁধবে। এটি প্রথম নিম্নচাপ নিভার পর্বর্তী পর্যায়ে। এরপর তা ৩০ নভেম্বর পর্যন্ত স্থায়ী হবে। পরবর্তী নিম্নচাপটি ডিসেম্বরের ১০ তারিখে শুরু হতে চলেছে।

 সাইক্লোন ঝড় আসন্ন!

সাইক্লোন ঝড় আসন্ন!

জানা যাচ্ছে নভেম্বরের ২৯ তারিখে যে নিম্নচাপ তৈরি হবে, তা ডিসেম্বর ২ তারিখ নাগাদ সাইক্লোন ঝড়ে পরিণত হবে। এমনই বার্তা দিয়েছেন আবহবিদ সুরেন্দ্রনাথ পশুপালক।

 আগামী ৪৮ ঘণ্টায় নিভারের বড় প্রভাব

আগামী ৪৮ ঘণ্টায় নিভারের বড় প্রভাব

জানা গিয়েছে, ওড়িশার বিস্তীর্ণ ভূভাগ ও ছত্তিশগড়ের একাধিক জায়গায় প্রবল বর্ষণ দেখা যাবে আগামী ৪৮ ঘণ্টায়। নিভার পরবর্তী পর্যায়ের পরিস্থিতি ঘিরেই এমন বর্ষণ আসন্ন বলে খবর।

প্রতীকী ছবি

তামিলনাড়ুতে সাইক্লোন 'নিভার'এর বলি ৩! ঝড় এগোতেই রেড অ্যালার্ট জারি কোথায়

English summary
After Nivar Cyclone two more low pressure likely to happen in Bay of Bengal says weather report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X