নয়াদিল্লি: শীতের মরশুমের শুরুতেই করোনা নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে গোটা দেশে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৫ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৫২৪ জনের। শীতকালে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের একাংশের।

বৃহস্পতিবার পর্যন্ত দেশে ৯২ লক্ষ ৬৬ হাজার ৭০৫ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৩৪৪টি। এখনও পর্যন্ত দেশে করোনার জেরে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ২২৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করেনাার বলি ৫২৪ জন।

সংক্রমণের নিরিখে গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের একাধিক রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, পঞ্জাব, কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক।

করোনা মোকাবিলায় ইতিমধ্যেই দেশের ৬ রাজ্যে নাইট কার্ফু জরি করা হয়েছে। সংক্রমণ রুখতে আরও কী কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে প্রতিনিয়ত রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সরকার।

লাগামছাড়া সংক্রমণ মহারাষ্ট্রে। দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র। সেরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষের দোরগোড়ায় পৌঁছেছে। রাজধানী দিল্লিতেও করোনার মাত্রাছাড়া সংক্রমণে ঘোর উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক।

দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ লক্ষের কাছাকাছি। একইভাবে উত্তরপ্রদেশে ৫ লক্ষ ৩৩ হাজার, মধ্যপ্রদেশে প্রায় ২ লক্ষ, কর্নাটকে ৯ লক্ষ ছুঁইছুঁই, পশ্চিমবঙ্গেও ৪ লক্ষ ৬৬ হাজারের গণ্ডি পার করেছে মোট সংক্রমিতের সংখ্যা।

সপ্তম পর্বের দশভূজা লুভা নাহিদ চৌধুরী।