চ্যাম্পিয়ন্স লিগ : রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের দাপুটে জয়, পরাজিত লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে জয় পেল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। অন্যদিকে হেরে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ পর্বের লড়াই যে জটিল হতে চলেছে, তা বলাই যায়।

ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরো-তে এর আগে কোনও ম্যাচ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। সেই পরিসংখ্যান মাথায় নিয়েই চলতি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি-র অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিলেন সার্জিও রামোসরা। ম্যাচের প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে স্প্যানিশ ক্লাব। সাত মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল দিয়ে রিয়ালকে এগিয়ে দেন এডেন হ্যাজার্ড। ৩৩ মিনিটে গোল শোধ দেন ইন্টার মিলানের আর্টুরো ভিদাল। দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৫৯ মিনিটে ইন্টারের ডিফেন্ডার হাকামির আত্মঘাতী গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়।
গ্রুপ এ-র ম্যাচ আরবি সালজবার্গকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ৪২ মিনিটে জার্মান ক্লাবের হয়ে প্রথম গোল দেন রবার্ট লেভানডোস্কি। ৫২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল দেন কিংসলে কোম্যান। ৬৮ মিনিটে লেরয় সানের গোলে জয় নিশ্চিত হয় বায়ার্নের। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জার্মান ক্লাবের ডিফেন্ডার মার্ক রোকা। দশ জনের বায়ার্নের বিরুদ্ধে এক গোলের বেশি শোধ দিতে পারেনি আরবি সালজবার্গ।
অন্যদিকে ঘরের মাঠ আনফিল্ডে আালান্টার কাছে হার হজম করতে হল লিভারপুলকে। করোনামুক্ত হয়ে মাঠে ফেরা মহম্মদ সালাহ কামাল করতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ডি-র ম্যাচে প্রিমিয়ার লিগ বিজয়ীদের ২-০ গোলে হারিয়েছে আটালান্টা।