২৬ নভেম্বরেও সোনার দাম ৫০ হাজারের নিচে! বিয়ের মরশুমে কলকাতার দর একনজরে
সোনার দাম (Gold Price) পর পর দিনে হু হু করে পড়ে যাওয়ার পর, এদিন সকাল থেকেই খানিকটা চাঙ্গা হওয়ার দিকে হাঁটতে শুরু করে। এদিন সোনার দাম, খানিকটা বাড়লেও, বিয়ের মরশুমে তা ক্রেতাদের মনে খানিকটা স্বস্তি জাগাতে পারে! একনজরে দেখে নেওয়া যাক সোনার ও রুপোর দাম (Silver Price) ২৬ নভেম্বর কোথায় দাঁড়াল।

সোনার দাম
সোনার দাম ২৬ নভেম্বর সামান্য় বেড়েছে। তবে তা এখনও ৫০ হাজার টাকার ঘরকে ছাড়িয়ে যেতে পারেনি। এদিন ১০ গ্রাম সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) দাঁড়িয়েছে ৪৮,৫৯৪ টাকা। ১০ গ্রামে সোনার দাম ০. ১৭ শতাংশ বেড়েছে। যার ফলে কিছুটা বাড়লেও সোনার দাম ৫০ হাজারের মূল্য ছাড়ায়নি।

রুপোর দাম
রুপোর দাম এদিন আগের সেশনের থেকে ০. ২৫ শতাংশ বেড়েছে। এদিন ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬০, ০৪৫ টাকায়।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে এদিন দাঁড়িয়েছে ৫০,০৯০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,৯৯০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
এদিন চেন্নাইতে সোমার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬, ০৭০ টাকা। ২৪ ক্যারেচে দাম ৫০, ২৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যাপেচে ৪৭, ৮৫০ টাকা, ২৪ ক্যাপেচে ৪৮, ৮৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭, ৬৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১৯৯০ টাকা।
(তথ্য়সূত্র- গুড রিটার্নস)
ক্ষমতার চাবিকাঠি হাতে পেয়েই মার্কিনিদের অভয় প্রদান জো বাইডেনের, কী বললেন প্রেসিডেন্ট ইলেক্ট?