আইএসএল ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ, মুখোমুখি সাক্ষাতের ফল
২৭ নভেম্বর তথা শুক্রবার আইএসএল ডার্বি এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। দুই দলের মধ্যে রুদ্ধশ্বাস যুদ্ধ দেখার অপেক্ষায় বসে রয়েছেন ফুটবল প্রেমীরা। ম্যাচ জমাটি হবে নাকি একপেশে হয়ে যাবে, তা সময় বলে দেবে। তার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক। ডার্বিতে পাল্লা ভারী কোন দলের, তাও জেনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল
আইএসএলে প্রথমবার মুখোমুখি হতে চলা এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের ডার্বির ইতিহাস প্রায় একশো বছর পুরনো। দেশের বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত ৩২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১২২ বা জিতেছে লাল-হলুদ। ৯৩ বার জিতেছে সবুজ-মেরুন। ১২১টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

দুই দলের শেষ সাক্ষাত
গত মরসুমের আই লিগে শেষ বার মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান। ২-১ গোলে ম্যাচ জিতেছিল মোহনবাগান। জয়ী দলের হয়ে দুটি গোল করেছিলেন জোসেবা বেইতিয়া ও বাবা দিয়াওয়ারা। ইস্টবেঙ্গলের হয়ে একটি মাত্র গোল করেছিলেন মার্কস জে লা এসপাডা।

আইএসএল ডার্বিতে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
এসসি ইস্টবেঙ্গল : দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), স্কট নেভিল, ড্যানি ফক্স, রানা ঘরামি, লালরামচুলোভা, মাটি স্টেইনম্যান, এগুয়েনসন লিংডো, নারায়ণ দাস, আন্টোনি পিলকিংটন, জ্যাকুয়েস মাঘোমা, বলবন্ত সিং।
এটিকে মোহনবাগান : অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, প্রবীর দাস, প্রণয় হালদার, কার্ল ম্যাকহাগ, শুভাশিস বোস, জাভি হার্নান্ডেজ, ডেভিড উইলিয়ামসন, রয় কৃষ্ণা।

দুই দলের ছক
প্রথম আইএসএল ডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ৩-৪-২-১ ছকে খেলতে পারে এসসি ইস্টবেঙ্গল। একই ছকে দল সাজাতে পারেন এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস।
অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার ওয়ান ডে সিরিজ জয়ের সংখ্যা নেহাতই কম নয়!