নীরবতা পালন থেকে কালো আর্ম ব্যান্ড, আইএসএল মঞ্চে মারাদোনাকে শ্রদ্ধাজ্ঞাপন ফুটবলারদের
বিশ্ব ফুটবলের নক্ষত্রপতনে শোকস্তব্ধ গোটা দুনিয়া। বুধবার ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার প্রয়াণ যেন এখনও মেনে নেওয়া যাচ্ছে না।
মস্তিষ্কের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু হঠাৎই নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে কিংবদন্তি মারাদোনা। ৩০ অক্টোবর ৬০ বছরে পা দেন। এরপর নভেম্বরের শুরু থেকেই অসুস্থ ছিলেন। মস্তিষ্কের রক্তজমাট ঠিক করতে, সফল অস্ত্রোপচারের পর দিয়েগো ফের সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলেই ফ্যানেরা আশা রেখেছিলেন। শেষ পর্যন্ত আর মাঠে ফেরা হল না। চিরঘুমে ফুটবল ঈশ্বর মারাদোনা।

ফুটবল সম্রাটকে স্মরণ করেই আজ ভারতীয় ফুটবল মাঠে বল গড়াল। গোয়াতে ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে আজ আইএসএলের ম্যাচে কেরালা ব্লাষ্টার্সের মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড। ম্যাচের নামার আগে এদিন জায়েন্ট স্ক্রিনে মারাদোনার ছবি ফুটে ওঠে। এরপর নীরবতা পালনের মধ্যে দিয়ে দুই দলের ফুটবলাররা কিংবদন্তি মারাদোনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন। সেই সঙ্গে এদিন কালো আর্ম ব্যান্ড পরে ফুটবলার-কোচ-সাপোর্ট স্টাফরা ফুটবলের রাজপুত্রকে শ্রদ্ধা জানালেন।

অন্যদিকে মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ফুটবল ময়দান। ময়দানে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান তিন ক্লাবের পক্ষ থেকেই ফুটবল ঈশ্বরের প্রয়াণে শোক জ্ঞাপন করা হয়। এদিন নীরবতা পালন করে মারাদোনার আত্মার শান্তি কামনা করে মহামেডানের ফুটবলাররা অনুশীলন শুরু করেন।