সিডনি: প্রথমে অস্ট্রেলিয়া সফরের দলে রোহিত শর্মার না-থাকা৷ তবে মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর টেস্ট সিরিজের দলে ফেরান নির্বাচকরা৷ কিন্তু এখনও সম্পূর্ণ চোটমুক্ত নন ‘হিটম্যান’৷ তাই সিরিজের প্রথম দু’টি টেস্টে রোহিতকে পাবে না টিম ইন্ডিয়া

অজিদের বিরুদ্ধে সিরিজে মাঠে নামার আগে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর ডেপুটির চোট-পর্ব নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ বৃহস্পতিবার অনলাইন প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন কোহলি বলেন,রোহিত শর্মার চোট ঘিরে পুরো পর্বটি “অত্যন্ত বিভ্রান্তিকর”৷ অনিশ্চয়তা এবং স্পষ্টতার অভাবে যা উদ্বেগজনক। শুধু রোহিত নয়, ইশান্ত শর্মাকে প্রথম দু’টি টেস্টে মাঠে নামতে পারবেন না৷

শুক্রবার এসসিজি-তে অস্ট্রেলিয়ার তিন ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ বিরাটদের৷ তার প্রাক্কালে কোহলি বলেন, আদর্শভাবে রোহিত এবং ফাস্ট বোলার ইশান্ত শর্মা দু’জনেরই নিজ নিজ চোট থেকে সুস্থ হওয়ার জন্য অস্ট্রেলিয়ায় থাকা উচিত ছিল৷ যা ওদের টেস্ট সিরিজে খেলতে সাহায্য করত৷ কিন্তু সম্পূর্ণ চোটমুক্ত না-হওয়ায়
দু’জন খেলোয়াড়কে চার ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুটি টেস্টের বাইরে রাখা হয়েছে৷ ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে ডে-নাইট টেস্ট দিয়ে শুরু হবে চার টেস্টের সিরিজ৷ প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে প্রথম টেস্টের পর দেশে ফিরবেন কোহলি৷ এ কথা মাথায় রেখে টেস্টের সিরিজের দলে পরে রোহিতকে সংযোজন করেন নির্বাচকরা৷

রোহিতের চোটের পরিস্থিতি সম্পর্কে কথা বলার সময় কোহলি বলেন যে, অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচিত হওয়ার সময় প্রাথমিকভাবে এই ব্যাটসম্যানকে বরখাস্ত করা হয়েছিল। ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে কোহলি বলেন, ‘দুবাইয়ে আমাদের বাছাই সভা হওয়ার আগে তার দু’দিন আগে আমাদের একটি ই-মেল পাঠানো হয়েছিল, যাতে বলা হয়েছিল নির্বাচনের জন্য রোহিত চোটের জন্য উপলব্ধ নয়৷ কারণ ও আইপিএল চলাকালীন চোট পেয়েছে৷ কিন্তু আইপিএলে খেলার পর, আমরা সকলেই ভেবেছিলাম যে ও অস্ট্রেলিয়ায় আসবে৷ কিন্তু কেন ও আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া আসেনি তার কারণ সম্পর্কে আমাদের কোনও তথ্য দেওয়া হয়নি৷’

আইপিএলে লিগ পর্বে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চারটি ম্যাচ বাইরে থাকার পর রোহিত সফলভাবে ফিরে আসেন৷ তারপর প্লে-অফ এবং ফাইনালে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন হিটম্যান৷ দারুণ ব্যাটিং করে মুম্বই ইন্ডিয়ান্সকে অভূতপূর্ব পঞ্চম আইপিএল শিরোপা জেতান রোহিত৷ তারপরও ১১ নভেম্বর দুবাই থেকে সিডনির ভারতীয় ক্রিকেট দলের বিমানে ছিলেন না রোহিত৷

সপ্তম পর্বের দশভূজা লুভা নাহিদ চৌধুরী।