নিভারের পর সাইক্লোন 'বুরেভি' আছড়ে পড়বে! ক্রান্তীয় ঝড় ঘিরে আবহবিদদের কোন বার্তা
আরব সাগরের সাইক্লোন বঙ্গোপসাগরের সাইক্লোনের নামের মধ্যে বিস্তর ফারাক থাকে। মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ওমান সহ একাধিক দেশের বিভিন্ন নামকরণ থেকে সাগরে ফুঁসে ওঠা এই ঝড়গুলি একাধিক নাম পেয়েছে। সদ্য সাইক্লোন নিভারের দাপটে তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে প্রবল প্রভাব পড়েছে। এরপরই কৌতূহল জাগতে শুরু করেছে নিভারের পর কোন সাইক্লোন আসন্ন?

সাইক্লোন বুরেভি আসছে নিভারের পর!
প্রতিটি সাইক্লোনের নাম আট সদস্যের এক একটি দেশ থেকে দেওয়া হয়। নিভারের নাম ইরান থেকে এলেও, এর পরবর্তী সাইক্লোন বুরেভিকে ঘিরে পারদ চড়তে শুরু করে দিয়েছে। প্রসঙ্গত, নিভার শক্তি হারানোর পর থেকেই বুরেভি নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে।

বুরেভির নামকরণ কোন দেশের
জানা গিয়েছে , বুরেভির নাম এসেছে মালদ্বীপ থেকে। এটিই নিভার পরবর্তী সাইক্লোনের নাম হিসাবে চিহ্নিত হচ্ছে। এরপর আসছে সাইক্লোন তৌক্তায়ে, তারপর আসছে সাইক্লোন ইয়াস।তৌক্তায়ে এসেছে মায়ানমার থেকে ও ইয়াসের নামকরণ হয়েছে এমান থেকে।

২৯ নভেম্বর থেকেই দুর্যোগের মেঘ!
প্রসঙ্গত, নিভার পরবর্তী দুটি পর পর নিম্নচাপ বঙ্গোপসাগরে ফুঁসে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। ২৯ নভেম্বর একটি নিম্নচাপ তামিলনাড়ু উপকূল সংলগ্ন সাগরে তৈরি হতে পারে বলে খবর। এরপর তা ২ ডিসেম্বর নাগাদ শক্তি বাড়াতে পারে বলে খবর। এরপর ১০ ডিসেম্বর আরও একটি নিম্নচাপ আসন্ন বলে দাবি আবহবিদদের।

নভেম্বরের নিম্নচাপই কি বুরেভি হতে পারে!
একটি হোয়াটসঅ্যাপ মেসেজ দাবি করছে যে নভেম্বরের শেষের দিকে যে সাইক্লোন আসবে, সেটিই বুরেভি। তবে এবিষয়ে এখনও নিশ্চিত নন ববু আবহবিদ। তাঁদের দাবি নিভার পরবর্তী বঙ্গোপসাগরেরর উপরিতলের জল এখন ঠান্ডা হবে। ফলে যে নিম্নচাপের আশঙ্কা রয়েছে, তা গভীর সাইক্লোনে এখনই পরিণত নাও হতে পারে। সম্ভবত তা নিম্নচাপ হয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

বুরেভির গতি সম্পর্কে পূর্বাভাস
বিভিন্ন ঝড় সম্পর্কিত একটি জনপ্রিয় ওয়েবসাইটের খবর অনুযায়ী, বুরেভি সম্ভবত মে মাসে সাগরে আছড়ে পড়তে পারে। সেই সময় এর গতি সবচেয়ে বেশি হবে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। মে মাসের ২ থেকে ৭ তারিখের মধ্যে এই ঝড়ের আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।