বাংলায় হিংসার রাজনীতি চরমে পৌঁছে গিয়েছে, অনুব্রত 'ভাইরাস' আক্রমণের পাল্টা দিলেন বিজেপি সাংসদ
বিজেপির নয়া টার্গেট এখন অনুব্রত মণ্ডল। বীরভূমের দাপুটে নেতার তীক্ষ্ম আক্রমণের জবাব নিয়ে প্রস্তুত বিজেপির রাজ্য সভাপতি থেকে রাজ্য সভার সাংসদ। দিলীপ ঘোষের পর এবার অনুব্রত মণ্ডলকে বিঁধেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন রাজ্যে যেভাবে হিংসার রাজনীতি চলছে তাতে পুরো নির্বাচন পদ্ধতিটাই বিকৃত হয়ে গিয়েছে। বিেজপি এ রাজ্যে নতুন রাজনৈতিক সংস্কৃতি আনতে চায় বলে অনুব্রতকে কটাক্ষ করেছেন স্বপন দাশগুপ্ত।

অনুব্রতকে আক্রমণ বিজেপি সাংসদের
অনুব্রত মণ্ডলের একাধিক বিতর্কিত মন্তব্যের মোকাবিলায় এবার প্রস্তুত হয়েই ময়দানে নেমেেছ বিজেপি। দিলীপ ঘোষের পর এবার পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তিনি অভিযোগ করেছেন বিজেপি রাজ্যে অন্য রাজনৈতিক সংস্কৃতি আনতে চায়। পশ্চিমবঙ্গে কেবল হিংসার রাজনীতি চলে বলে অভিযোগ করেছেন তিনি। গত ৫০ বছর ধরে রাজ্যে হিংলার রাজনীতি চলছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

অনুব্রতর ভাইরাস মন্তব্য
দিলীপ ঘোষকে ভাইরাস বলে আক্রমণ শানিয়েছেন অনুব্রত মণ্ডল। এবার রাজ্যের বহিরাগতদের ভাইরাস বলে কটাক্ষ করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তিনি অভিযোগ করেছেন রাজ্যে ভাইরাস নিয়ে এসেছে বিজেপি। বিজেপির পঞ্চ পাণ্ডবকে এক কথায় ভাইরাস বলে আক্রমণ করেছেন অনুব্রত। এই পাঁচ ভাইরাস সারা রাজ্য ঘুরে আরও বিপদ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

ভাইরাস তাড়াতে পথে তৃণমূল
বহিরাগততে ভাইরাস তকমা দিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন, বিজেপির এই ভাইরাসদের তাড়াতে মহিলারা পথে নেমেছে। তৃণমূলের ৩৫ হাজার মহিলা পথে নেমে মিছিলে যোগ দিয়েছেন এই ভাইরাসদের তাড়াতে। এর আগে দিলীপ ঘোষকেও বড় ভাইরাস বলে আক্রমণ শানিয়েছিলেন অনুব্রত। তাঁকে ডোবার জলে স্নান করিয়ে স্যানিটাইজ করে দলে নেওয়ার কথা বলেছিলেন তৃণমূলের দাপুটে নেতা।

পাল্টা আক্রমণ দিলীপের
অনুব্রতর ভাইরাস মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন দিলীপ ঘোষও। তিনি বলেছিলেন ভাইরাসের ভ্যাকসিন তৈরি হচ্ছে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির ভলিউম কমে গিয়েছে আর কিছু দিনের মধ্যে স্পিকার বন্ধ হয়ে যাবে বলে আক্রমণ শানিয়েছিলেন দিলীপ। তারপরে বীরভূমে গিয়ে ধামসা বাজানোরও হুমকি দিয়েছিলেন তিনি।
দলে জায়গা নেই, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই, ফেসবুক পোস্টে জল্পনা বাড়ালেন তৃণমূল বিধায়ক