ভারত বনধের মাঝে ধুন্ধুমার পরিস্থিতি দিল্লি-হরিয়ানা সীমান্তে
শ্রমিক, কৃষক সহ একাধিক শ্রেণি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হচ্ছে, এমন অভিযোগ তুলে এজিন ভারত বনধের ডাক দেয় দেশের ১০ টি সংগঠন। আর সেই পরিস্থিতির মাঝেই এদিন দিল্লি-হরিয়ানা সীমান্তে প্রবল সংঘাতের ছবি দেখা যায়। কার্যত প্রতিবাদী ও পুলিশের মধ্যে সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নেয়।

এদিন 'দিল্লি চলো'র ডাক দিয়ে হরিয়ানা থেকে কৃষকদের একটি এগোতে থাকে দিল্লির দিকে। দিল্লি-হরিয়ানা সীমান্তে এসে তাঁরা এগোতে গেলেই, তাঁদের বাঁধা দেয় হরিয়ানা পুলিশ। কৃষকদের ওপর জল কামান, টায়ার গ্যাস ছোঁড়া হয়। মুহূর্তে পরিস্থিতি উত্তজনার দিকে যেতে থাকে। এদিকে, বিক্ষোভে এমন আঘাত হানার পর কৃষকরা এবার দলে দলে ভেঙে গিয়ে দিল্লির দিকে যেতে উদ্যত হন।
এদিকে, কৃষকদের ওপর জল কামান ব্যবহারের ঘটনা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাফ জানান, কৃষকদের শান্তিপূর্ণ প্রতিবাদে এমনভাবে পুলিশি পদক্ষেপের প্রয়োজন ছিল না। মূলত কৃষি বিলের প্রতিবাদে এদিন সরব হন হরিয়ানার কৃষকরা। এদিকে, দিল্লি সীমান্তে বিভিন্ন জায়গায় বালি বোঝাই ট্রাক রেখে কৃষিকদের মিছিলকে আটকানোর চেষ্টা চলছে।