কলকাতা: একুশের ভোট প্রেস্টিজ ফাইট। বাংলা দখলে মরিয়া বিজেপি। শাসক তৃণমূলকে পর্যদুস্ত করতে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ গেরুয়া-শিবির। ইতিমধ্যেই রাজ্যে এসেছেন বিজেপির পঞ্চপাণ্ডব। পাঁচ কেন্দ্রীয় নেতা জেলায়-জেলায় ঘুরছেন, বৈঠক করছেন নেতা-কর্মীদের সঙ্গে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার ঠিক পরেই রাজ্যে আসার কথা অমিত শাহের। শাহ বাংলা ঘুরে যাওয়ার পরেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, গোটা ডিসেম্বর মাস জুড়ে রাজ্যজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের কোনায়-কোনায় দলীয় কর্মসূচি চালাতে ইতিমধ্যেই ব্লকস্তরের নেতা-কর্মীদের সঙ্ঘবদ্ধ করার কাজ শুরু হয়েছে। পাঁচ কেন্দ্রীয় নেতা জেলায়-জেলায় ঘুরছেন।
স্থানীয় নেতৃত্বের সঙ্গে তাঁরা বৈঠকও করছেন। দিল্লি গিয়ে সেই বৈঠকেরই রিপোর্ট তাঁরা দেবেন দলের শীর্ষ নেতৃত্বকে। সেই অনুযায়ী বাংলা দখলের রোডম্যাপ সাজাবেন শাহ-নাড্ডারা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে আসবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নাড্ডা রাজ্য ঘুরে যাওয়ার ঠিক পরের সপ্তাহেই বাংলায় আসার কথা রয়েছে অমিত শাহের। দলের কাজ সেরে শাহ দিল্লি ফেরার ঠিক পরেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলায় দলের যুব মোর্চার কর্মসূচিতে যোগ দিতে পারেন মোদী। একুশের ভোটের টিক আগে ডিসেম্বরে মোদীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিহার দখলে রাখার পর এবার বাংলায় সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। ডিসেম্বর মাস জুড়ে রাজ্য়ের প্রতিটি কোনায় বিক্ষোভ, অবরোধ, প্রতিবাদ কর্মসূচির মদ্য দিয়ে দলের শক্তি প্রদর্শনের চেষ্টা চলবে।