মাঝেরহাট ব্রিজ নিয়ে ৯ মাস অপেক্ষা করিয়েছে রেল, তখন বিজেপি কী করছিল, আক্রমণে বিঁধলেন মমতা
মাঝের হাট ব্রিজ অবিলম্বে খোলার দাবিতে আন্দোলন করছে বিজেপি। এই নিয়ে তারাতলায় তুমুল অথান্তি বাঁধিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়রা। পাল্টা আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠককে বিজেপিকেই আক্রমণ করেছেন। বিজেপির রাজনীতির কারণেই মাঝেরহাট সেতু খুলতে দেরী হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন মাঝেরহাট ব্রিজ নির্মাণের অনুমোদন পাওয়ার জন্য ৯ মাস অপেক্ষা করতে হয়েছে রাজ্যকে। রেল অনুমতি দিতে দেরী করেছে। তখন কী করছিল বিজেপি।

বিজেপিকে আক্রমণ মমতার
বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে বলেছেন মাঝেরহাট ব্রিজের দেরী হওয়ার জন্য দায়ী কেন্দ্র। কারণ মাঝেরহাট ব্রিজের অনুমোদনের ৯ মাস রাজ্যকে অপেক্ষা করতে হয়েছে। কাজেই মাঝেরহাট ব্রিজের কাজের দেরি হওয়ার জন্য দায়ী কেন্দ্র। বিজেপির রাজনীতিক কারণেই মাঝেরহাট ব্রিজ তৈরি করতে দেরি হচ্ছে।এখনও রেল ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

বিজেপির প্রতিবাদ
মাঝেরহাট ব্রিজ খোলা নিয়ে বুধবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। দুপুর থেকেই তারাতলায় মাঝেরহাটে ব্রিজ খোলার দাবিতে মিছিল করার জন্য জমায়েত করছিলেন বিজেপি কর্মীরা। কিন্তু মিছিল শুরুর আগেই বিজেপি কর্মীদের বাধা দেয়। পাল্টা পুলিেসর উপর চড়াও হন বিজেপি কর্মীরা। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি করেন। পাল্টা লাঠিচার্জ করে পুলিসও। এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে তারাতলায়।

গ্রেফতার কৈলাস বিজয়বর্গীয়
বিজেপির প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল কৈলাস বিজয়বর্গীয়র। কিন্তু তাঁর সেখানে পৌঁছনোর আগেই পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। পড়ে বিজেপি নেতা সেখানে পৌঁছলেই পুলিস তাঁকে গ্রেফতার করে বলে অভিযোগ। যদিও পুলিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়নি। উল্টে তিনিই গ্রেফতার করার জন্য পুলিসকর্মীদের অনুরোধ জানিয়েছিলেন।

নাটক করছে কৈলাস
কৈলাস বিজয়বর্গীয় তারাতলায় গিয়ে নাটক করছেন বলে সাংবাদিক বৈঠকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি তোলার জন্য বিজেপি নেতা গ্রেফতারির নাটক করছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পুরোটাই বিজেপিক সাজানো ঘটনা বলে অভিযোগ করেছেন তিনি।
তৃণমূল বিশ্বাস করে না পুলিশকে! দিদির দুষ্টু ভাইদের ঠান্ডা করতে কোন নিদান দিলীপ ঘোষের