আইএসএল ডার্বিতে কোন কোন ফুটবলারের দিকে তাকিয়ে থাকবে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান
আর কয়েক ঘণ্টা পরেই শুরু হতে চলা আইএসএল ডার্বিকে ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। নতুন কলেবরে লাল-হলুদ এবং সবুজ-মেরনের ঐহিত্যবাহী যুদ্ধ দেখার অপেক্ষায় বসে রয়েছেন ফুটবল প্রেমীরা। লড়াই জিততে দুই দল কোন কোন ফুটবলারের দিকে তাকিয়ে থাকবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

গোলরক্ষক
এসসি ইস্টবেঙ্গল : গত মরসুমের আই লিগে ইস্টবেঙ্গলের জার্সিতে তেকাঠির নিচে দুর্দান্ত পারফরম্যান্স করে দেবজিৎ মজুমদার নতুন আঙিনাতেও দলকে ভরসা জোগাবে বলে আশা।
এটিকে মোহনবাগান : গত আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। গোলের নিচে শেষ প্রহরীর ভূমিকায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন অরিন্দম ভট্টাচার্য। এবার এটিকে মোহনবাগানের সাফল্যে তাঁর ভূমিকা কতটা থাকে, সেটাই দেখার।

রক্ষণভাগ
এসসি ইস্টবেঙ্গল : অভিজ্ঞ বিদেশি স্কট নেভিল ও ড্যানি ফক্সের সঙ্গে রানা ঘরামি ও লালরামচুলোভার জুটি কেমন হয়, সেদিকে তাকিয়ে এসসি ইস্টবেঙ্গল।
এটিকে মোহনবাগান : আইএসএল খেতাব ধরে রাখতে প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি এবং প্রবীর দাসের শক্তিশালী রক্ষণভাগের ওপর ভরসা রাখছেন এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস।

মাঝমাঠ
এসসি ইস্টবেঙ্গল : প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা আন্টোনি পিলকিংটনের ওপর মাঝমাঠের নেতৃত্ব তুলে দিতে পারেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। নিচ থেকে তাঁকে যোগ্য সঙ্গত করবেন নায়ারণ দাস ও এগুয়েনসন লিংডো।
এটিকে মোহনবাগান : প্রণয় হালদার, কার্ল ম্যাকহাগ, শুভাশিস বোস, জাভি হার্নান্ডেজ সম্বৃদ্ধ এটিকে মোহনবাগানের উইং ও মাঝমাঠ টুর্নামেন্টের অন্যতম সেরা।

আক্রমণভাগ
এসসি ইস্টবেঙ্গল : আন্টোনি পিলকিংটনকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলিয়ে এসসি ইস্টবেঙ্গলের আক্রমণভাগের দায়িত্ব জ্যাকুয়েস মাঘোমা, বলবন্ত সিংয়ের হাতে তুলে দিতে পারেন কোচ রবি ফাউলার। সেই দায়িত্ব তাঁরা কতটা পালন করতে পারেন, সেটাই দেখার।
এটিকে মোহনবাগান : ডেভিড উইলিয়ামসন, রয় কৃষ্ণা সম্বৃদ্ধ এটিকে মোহনবাগানের আক্রমণভাগ বেশ ঈর্ষনীয়। এবারও কি হিট হবে বিদেশি জুটি? তেমনটাই চায় সবুজ-মেরুন সমর্থকরা।
আইএসএল ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ, মুখোমুখি সাক্ষাতের ফল