• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার ওয়ান ডে সিরিজ জয়ের সংখ্যা নেহাতই কম নয়!

  • |

কাল অর্থাৎ শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নামবে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের এই ম্যাচ তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে মোট কয়টি ওয়ান ডে সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল।

বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ

বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ

১৯৮৪-৮৫ মরসুমে আট দেশের এই টুর্নামেন্ট হয়েছিল অস্ট্রেলিয়ায়। গ্রুপ এ-তে পাকিস্তান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ান ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছিল মেন ইন ব্লু। নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে ফাইনালেও পৌঁছেছিলেন সুনীল গাভাসকর, কপিল দেবরা। ফাইনালে চিরশত্রু পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন রবি শাস্ত্রী।

কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ

কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ

অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত হওয়া ২০০৭-০৮ মরসুমের এই ওয়ান ডে সিরিজে হোম টিম ছাড়া অংশ নিয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। ফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়া ও ভারত। তিন ম্যাচের ফাইনালের প্রথম দুটিতে জিতে সিরিজ দখল করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সচিন তেন্ডুলকর। অনবদ্য বোলিং করেছিলেন প্রবীণ কুমার।

ভারত বনাম অস্ট্রেলিয়া ২০১৮-১৯

ভারত বনাম অস্ট্রেলিয়া ২০১৮-১৯

দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ জিতেছিল ভারত। সিরিজে দারুণ ব্যাটিং করেছিলেন রোহিত শর্মা।

ভারতের অস্ট্রেলিয়া সফর

ভারতের অস্ট্রেলিয়া সফর

২৭ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ হবে। ২৯ নভেম্বর একই মাঠে দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলা হবে। তৃতীয় ওয়ান ডে হবে মানুকা ওভালে।

English summary
Three One-Day series won by Team India in Australian soil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X