মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় ধর্মঘটের প্রভাব পড়ছে। সকাল থেকেই স্তব্ধ জেলার প্রত্যন্ত এলাকার জনজীবন। ধর্মঘটে নামা বাম কর্মী সমর্থকদের দাবি, সুশান্ত ঘোষ আসবেন দ্রুত জেলায়।

এদিকে, তাঁর আসার খবরে কপালে ভাঁজ তৃণমূল ও বিজেপির। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কঙ্কাল-কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়নি। আদালতের ছাড়পত্র নিয়েই জঙ্গলমহলের সবকটি বিধানসভার দায়িত্ব নিচ্ছেন সুশান্ত ঘোষ।

দাপুটে সিপিআইএম নেতার বিরুদ্ধে নেতাই গণহত্যার অভিযোগও প্রমাণ হয়নি বলেই দাবি দলীয় নেতাদের। এদিকে, শীর্ষ আদালত থেকেও সুশান্ত ঘোষের ছাড়পত্র আসায় কর্মীরা উজ্জীবিত। তার প্রভাব দেখা যাচ্ছে ধর্মঘটে, এমনই দাবি সিপিআইএমের।

পশ্চিম মেদিনীপুর জেলার অন্যত্রও ধর্মঘটের প্রভাব পড়েছে। পথে নেমে ধর্মঘটের বিরোধিতা করছেন তৃণমূল কর্মীরা। তবে তাঁরা প্রতিটি ইস্যু সমর্থন করছেন।

সপ্তম পর্বের দশভূজা লুভা নাহিদ চৌধুরী।