নাটক করছে বিজেপি, পুলিসকে গিয়ে বলছেন আমায় গ্রেফতার করুন, কৈলাসকে নিয়ে কটাক্ষ মমতার
নাটক করছে বিজেপি। পুলিসের কাছে গিয়ে হলে আমায় গ্রেফতার কর। ছবি তোলার জন্য নাকট করছেব কৈলাস বিজয় বর্গীয়। তাঁকে গ্রেফতার করা হয়নি। নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই দবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক ঘণ্টা আগেই তারাতলায় মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি। তাই নিয়ে ধুন্ধুমার বাঁধে। শেষে সেখানে পৌঁছন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সেখানে পুলিস তাঁকে গ্রেফতার করে বলে দাবি।

কৈলাসের গ্রেফতারির নাটক
গ্রেফতারি করা হয়েছে বলে নাটক করছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁকে পুলিস গ্রেফতার করেনি। পাল্চা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা দাবি করেছেন বিজেপি সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছে। ভোটের আগে নাটক করছে বিজেপি। জোর করে পুলিসকে গিয়ে বলছে আমায় গ্রেফতার করুন। ভোটের আগে চমক দেওয়ার জন্য নাটক করছে।

রেল আর কেন্দ্রের ঢিলেমি দায়ী
৯ মাস ধরে রেলের কাছে মাঝেরহাট ব্রিজের ক্লিয়ারেন্সের জন্য অনুমোদন চেয়েছে। কিন্তু রেল দেয়নি। রাজ্য সরকার নিজের খরচে ব্রিজ তৈরি করেছে তার পরেও ক্লিয়ারেন্সের জন্য আটকে রয়েছে। মাঝেরহাট ব্রিেজর ক্লিয়ারেন্স পেতে আরও ২৮ দিন সময় লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য বিজেপির রাজনীতিকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অকারণে বিজেপি এই নিয়ে আন্দোলন করছে। এই আন্দোলনের কোনও অর্থই হয় না বলে দাবি করেছেন মমতা।

গ্রেফতার কৈলাস
আজ মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে তারাতলায় প্রতিবাদ মিছিল ছিল বিজেপির। সেই মিছিল শুরু হওয়ার আগেই আটকে দেয় পুলিস। বিজেিপ কর্মী সমর্থকদের সঙ্গে সংঘাত বাধে পুলিসের। পুলিসকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিসকর্মীরাও। পরে সেখানে কৈলাস বিজয়বর্গীয় গেলে তাঁকেও গ্রেফতার করে পুলিস। কৈলাস রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা।

তারাতলায় ধুন্ধুমার
মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে তারাতলায় ধুন্ধুমার বাধে দুপুরে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিসের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। বিজেপি কর্মীদের মিছিল ভণ্ডুল করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিসের বিরুদ্ধে। পূর্ব ঘোষিত কর্মসূচি সত্ত্বেও পুলিস মিছিল করতে দেয়নি বলে অভিযোগ। পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘাত বাধে। প্রায় ঘণ্টাখানেক তাঁদের অশান্ত হয়ে ওঠে তারাতলা।
বামেদের বনধে উত্তাল হাবড়া, স্টেশনে ভাঙচুর, রেল অবরোধ, উত্তপ্ত বারাসত, ক্যানিং