• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীতকালীন সংক্রমণের 'ঢেউ'-এর আগেই বড়দিনে আসতে চলেছে করোনা ভ্যাকসিন!

ইউরোপীয় ইউনিয়নে শীঘ্রই আসতে চলেছে করোনা রোধক টীকা। ২৭টি দেশ ভুক্ত এই গোষ্ঠীর এক আধিকারিকের তরফে জানানো হয়েছে যে বড়দিনের আগেই সেই মহাদেশে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হতে পারে। সাধারণ মানুষ বড়দিনের আগে থেকেই করোনা মুক্তির পথে এগিয়ে যেতে পারবেন বলে আশা গোষ্ঠীর সেই আধিকারিকের।

ডিসেম্বরেই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হতে পারে ইউরোপে

ডিসেম্বরেই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হতে পারে ইউরোপে

ইউরোপে এই বছরেই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হতে পারে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের তরফে সদস্য দেশগুলিকে ভ্যাকসিন রক্ষণাবেক্ষণ, এবং পরিবহণের বন্দোবস্ত করে রাখতে বলা হয়েছে। পাশাপাশি করোনা ভ্যাকসিন প্রয়োগের নীতিমালাও তৈরি রাখতে বলা হয়েছে দেশগুলিকে।

১৬ কোটি টীকা কেনার চুক্তি

১৬ কোটি টীকা কেনার চুক্তি

ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইেয়েন বলেছেন, করোনা ভাইরাসের টীকা ছাড়পত্র পেলে সব সদস্য দেশ একই সময়ে সেই টিকা হাতে পাবে৷ বুধবার মডার্না কোম্পানির সঙ্গে ইইউ কমিশন ১৬ কোটি পর্যন্ত টীকা কেনার চুক্তি স্বাক্ষর করতে চলেছে৷

একাধিক টীকা কেনা ও বিতরণের উদ্যোগ

একাধিক টীকা কেনা ও বিতরণের উদ্যোগ

এদিকে ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন করোনা ভাইরাসের একাধিক টীকা কেনা ও বিতরণের উদ্যোগ নিয়েছে। তবে এরই মাঝে শীতের মাসগুলিতে সংক্রমণ বেড়ে চলায় সদস্য দেশগুলি নানা রকম পদক্ষেপ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে৷ তবে এই পরিস্থিতিতেও বড়দিনের সময় ব্রিটেনে কড়াকড়ি শিথিল করা হচ্ছে৷

কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে

কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে

উল্লেখ্য, দুই দিন আগেই জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহনও বলেছিলেন জার্মানি আগামী মাসে করোনা ভ্যাকসিন ব্যবহারের কাজ শুরু করে দিতে পারে। তিনি জানিয়েছেন, জার্মানির রাজ্যগুলোকে মধ্য-ডিসেম্বরেই ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। ইউরোপীয় কমিশন থেকে দ্বিপাক্ষিক চুক্তি ও অন্যান্য ব্যবস্থার মাধ্যমে জার্মানি করোনা ভ্যাকসিনের ৩০০ মিলিয়ন ডোজ সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছে।

করোনা সংক্রমণের হার আরও বাড়ার আশঙ্কা

করোনা সংক্রমণের হার আরও বাড়ার আশঙ্কা

এদিকে করোনা ভাইরাসের টীকা প্রায় হাতের নাগালে চলে এলেও ডিসেম্বর মাসে ইউরোপে করোনা সংক্রমণের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷ জার্মানিসহ একাধিক দেশ ছুটির সময় কড়াকড়ি শিথিল করার কথা ভাবছে৷ তবে ডিসেম্বরে টীকা দেওয়া শুরু সম্ভব যদি হয়ও, জানুয়ারি মাসের আগে প্রায় কোনও দেশেই বড় আকারে টীকা বিতরণের সম্ভাবনা নেই৷

বাংলার আগেই 'অনুপ্রবেশকারী' ইস্যুতে শান বিজেপির! একুশের অনুশীলনে গেরুয়া শিবির

English summary
European Union hopeful of administering Coronavirus vaccine before Christmas amid rising cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X