আইএসএল ২০২০: প্রথমার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রিডিম, মুম্বইয়ের বিরুদ্ধে ১০ জনে পরিণত গোয়া
আইএসএল ২০২০-র ষষ্ঠ দিনের ম্যাচে, বল পজিশনে মুম্বই সিটি এফসির থেকে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পেল না এফসি গোয়া।
আইএসএলে এবছর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জোড়া গোলে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচ ড্র করে ১ পয়েন্ট নিয়ে অভিযান শুরু করেছে গোয়া। বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই ম্যাচে ইগর আনগুলো ২টি গোল করেছিলেন। এদিন অবশ্য বক্সের ভিতর বেশ কয়েকবার চেষ্টা করলেও গোলের দেখা পেলেন না আনগুলো। দুই দলই প্রথমার্ধে ভালো খেললেও গোল পেল না।

তবে প্রথামার্ধে বড় ভুল করে এফসি গোয়া দশ জনে পরিণত হয়েছে। গত ম্যাচে রিসার্ভ বেঞ্চে বসার পর গোয়ার হয়ে আজ রিডিম ল্যাং প্রথম একাদশে মাঠে নামে। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি।
৪০ মিনিটে অযথা আক্রমাত্মক ট্যাকেল করে রিমিং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দ্বিতীয়ার্ধের পুরো সময়টাই গোয়াকে দশ জনে খেলতে হবে। এই পরিস্থিতিতে ইগর আনগুলো গোয়াকে পয়েন্ট এনে দিতে পারে নাকি অন্যদিকে মুম্বই সিটি এফসি বিপক্ষকে ১০ জনে পেয়ে ম্যাচ জিতে আইএসএলে প্রথম পয়েন্ট সংগ্রহ করতে পারে সেটাই এখন দেখার।