নয়াদিল্লি: করোনাকালে ফের ধেয়ে আসছে আরও এক ভয়াল ঘূর্ণিঝড় ‘নিভার’। মৌসম ভবন জানাচ্ছে, বুধবার রাতে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে নিভার। নিখুঁত পূর্বাভাসের জেরে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরির উপকূলবর্তী এলাকা থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে নিভার। আবহাওয়া দফতর জানাচ্ছে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে নিভার। তবে শেষ মুহূর্তে ঝড়ের গতিবেগ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় ধেয়ে আসার জেরে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। বাতিল হয়েছে বেশ কিছু বিমানও। বুধবারের ৪৯টি বিমান বাতিল করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরির উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে বেশ কয়েকটি ট্রেনও বাতিল করেছে।
এদিকে, ঘূর্ণিঝড় নিয়ে কেন্দ্রের তরফে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে রাজ্যগুলির সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কথা বলেছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।
ঘূর্ণিঝড় নিভার আছড়ে পড়ার আগেই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরির উপকূলবর্তী এলাকা খালি করা হয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, যে অভিমুখে ঝড় ধেয়ে আসছে তাতে বুধবার রাতে তামিলনাড়ুর মামল্লাপুরম এবং পুদুচেরির কারাইকালের মাঝে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে নিভার।