• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভারতের সার্বভৌমত্বের উপর চিনা নজর, মোদীর তৎপরতায় তেলেবেগুনে জ্বলে উঠল বেজিং!

মঙ্গলবারই ফের ডিজিটাল স্ট্রাইকের সিদ্ধান্ত নেয় ভারত। আরও ৪৩টি মোবাইল অ্য়াপকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ তথ্য়-প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় মোবাইল অ্য়াপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে৷ এরপরই ফের তেলেবেগুনে জ্বলে উঠল চিন। নরেন্দ্রী মোদীর নেতৃত্বাধীন সরকারের তৎপরতার বিরুদ্ধে মুখ খুলল বেজিং।

চিনের অভিযোগ

চিনের অভিযোগ

এদিন চিনের তরফে এই ইস্যুতে বলা হয়, 'ভারত যেভাবে বারংবার সার্বভৌমত্বের অজুহাত দেখিয়ে চিনা মোবাইল অ্যাপ বন্ধ করছে তার কড়া নিন্দা ও বিরোধ করছে বেজিং। আমরা আশা করি ভারত এই ইস্যুতে নিরপেক্ষ হবে এবং সুস্থ বাণিজ্যিক পরিবেশ তৈরি করতে সক্ষম হবে। এবং ভারত তাদের পূর্বতন ভুলগুলি শোধরাবে বলেও আমাদের আশা।'

তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞপ্তি

তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞপ্তি

তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে এই অ্য়াপগুলি আর খোলা যাবে না৷ এর কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, এই মোবাইল অ্য়াপগুলির সম্পর্কে দেশের সাইবার অপরাধ যোগাযোগ কেন্দ্রে বহু অভিযোগ জমা পড়েছিল৷ সেই কারণেই এই মোবাইল অ্য়াপগুলির উপর এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ

চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ

তথ্য় ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই অ্য়াপগুলি এমন সব কাজের সঙ্গে জড়িত রয়েছে যা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তায় বাধা দিচ্ছে৷ এর আগে ২৯ জুন তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল৷

সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার্থে পদক্ষেপ

সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার্থে পদক্ষেপ

তারপর দ্বিতীয় ধাপে ২ সেপ্টেম্বর আরও ১১৮টি মোবাইল অ্যাপে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার৷ এই সিদ্ধান্ত নিয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, সরকার তার নাগরিকদের স্বার্থ এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর এবং তা সুনিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করতে তৈরি রয়েছে৷

ফের হবে সার্জিকাল স্ট্রাইক! 'পাকিস্তানি ও রোহিঙ্গা' ইস্যুতে আরও উত্তপ্ত হায়দরাবাদ

English summary
China said they oppose India's use of national security as excuse to prohibit Chinese mobile apps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X