ফের শুভেন্দুর সঙ্গে বৈঠক, জট কাটাতে তৎপর ভোটকৌশলী পিকে, সৌগতর সঙ্গে থাকবেন আরও ২ সাংসদ
ফের শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের সাংসদরা। এবার সৌগত সুদীপের সঙ্গে থাকবেন আরও এক সাংসদ। কিছুতেই বাগে আনা যাচ্ছে না শুভেন্দুকে। প্রশান্ত কিশোরের নির্দেশ মেনে কাজ করতে নারাজ তিনি। আগেই দলকে সেকথা জানিয়েছেন। দ্বিতীয়বারেও শুভেন্দুর সঙ্গে তৃণমূলের দুই সাংসদের বৈঠক তেমন ফলপ্রসূ হয়নি। এই নিয়ে দলের অন্দরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে। শুভেন্দুর দিকেই নজর দিয়ে বসে রয়েছে গেরুয়া শিবিরও। এই নিয়ে এবার ময়দানে নামলেন ভোটকৌশলী পিকে।

ফের শুভেন্দুর সঙ্গে বৈঠক
ফের শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের ৩ সাংসদ। এবার সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন আরও এক সাংসদ। কে থাকবেন সেই বৈঠকে তা এখনও প্রকাশ্যে আসেনি। ভোট কৌশলী পিকে গতকাল রাতে মৌলালিতে বৈঠকে বসেছিলেন তৃণমূলের তিন সাংসদের সঙ্গে তারপরেই ফের শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।

পিকের সঙ্গে বৈঠক তৃণমূলের
তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর ৩ সাংসদের সঙ্গে বৈঠক করেন। মৌলালীকে রাতে বসেছিল সেই বৈঠক। সেই বৈঠকে তৃণমূলের কোন তিন সাংসদ ছিলেন তা এখনও জানা যায়নি। তবে বৈঠকের আলোচ্য বিষয় যে শুভেন্দু অধিকারী ছিলেন তাতে কোনও সন্দেহ নেই। যদিও কোনও পক্ষই এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। অত্যন্ত গোপন রাখা হয়েছিল বৈঠকের বিষয়।

শুভেন্দুকে হাতছাড়া করতে নারাজ
দ্বিতীয় দফার বৈঠকের পর শুভেন্দু অধিকারীর প্রকাশ্যে দল ছাড়ার ইঙ্গিত দেননি। আবার সৌগত রায় দাবি করেছেলিনে দল ছাড়ছেন না শুভেন্দু। ঐক্যবদ্ধ ভাবেই লড়ব আমরা। কিন্তু তারপরেও খেজুড়িতে পদযাত্রায় দলের প্রতিক এবং দলনেত্রীর ছবি ছাড়াই হেঁটেছেন শুভেন্দু অধিকারীরা। এতে আবার নতুন ইঙ্গিত তৈরি হয়ে রয়েছে।

ওত পেতে রয়েছে বিজেপি
শুভেন্দুকে দলে টানতে ওত পেতে রয়েছে বিজেপি। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছিলেন, শুভেন্দুকে কিছুতেই ধরে রাখতে পারবে না তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়লেই সরকার পড়ে যাবে বলে দাবি করেছিলেন অর্জুন। এমনকী আরও ৫ তৃণমূল কংগ্রেস সাংসদ বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে বলে বিস্ফোরক দাবি করেছিলেন তিনি। সেই তালিকায় সৌগতরও নাম ছিল। যদিও সৌগত কড়া প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছিলেন, রাজনীতি ছেড়ে দেবেন তবু বিজেপিতে যাবেন না।
দিলীপকে বাংলা ছেড়ে কাশ্মীরে বসবাসের পরামর্শ, কঙ্গনার সঙ্গে মিল পেলেন সৌগত