• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ওঁকে ছাড়ব না, কলকাতার রাজপথে তাঁর গাড়ি ঘুরবে না! রাজ্যপাল ধনখড়কে আর কী বললেন কল্যাণ

  • |

রাজ্যপালকে লাগামছাড়া আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (kalyan banerjee)। এদিন বাঁকুড়ার শুনুকপাহাড়িতে দলীয় সভায় মুখ্যমন্ত্রী বলার আগে তিনি ভাষণ দেন। রাজ্যপালকে (jagdeep dhankhar) আক্রমণ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, জগদীপ ধনখড় তোমায় আমরা ছাড়ব না।

 বাংলার সংস্কৃতি জানেন না ধনখড়

বাংলার সংস্কৃতি জানেন না ধনখড়

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি (ধনখড়) রাজস্থান থেকে এসেছেন। সম্মান জানাচ্ছেন। কিন্তু তিনি বাংলার মাটি চেনেন না। পাশাপাশি এই রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, লড়াই ও তৃণমূলের সংগ্রাম সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

 রাজ্যপাল বিজেপির এজেন্ট

রাজ্যপাল বিজেপির এজেন্ট

বিজেপি নেতা কর্মীরা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করছেন। এব্যাপারে এদিন হুঁশিয়ারি দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অমিত শাহদের নির্দেশে রাজ্যপাল ৩৫৬ ধারা জারির পথে হাঁটলে কলকাতার রাজপথে তাঁর গাড়ি ঘুরবে না। রাজ্যপাল বিজেপির এজেন্ট বলেও দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যপাল বিজেপির ক্রিমিনালদের নিয়ে ঘুরছেন বলেও অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।

 অধীরকে আক্রমণ কল্যাণের

অধীরকে আক্রমণ কল্যাণের

এদিনের সভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্য বিজেপির সব থেকে বড় এজেন্ট হলেন অধীর চৌধুরী। ২০২৪-এর লোকসভা ভোটে অধীর চৌধুরী বহরমপুর থেকে জিততে পারবেন না বলেও মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

 শুভেন্দুকে আক্রমণ কল্যাণে

শুভেন্দুকে আক্রমণ কল্যাণে

শুধু রাজ্যপাল কিংবা বিরোধীদের আক্রমণই নয়, দলের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে বেইমান ও সুবিধাবাদী বলেছেন তিনি।

 নাম না করে রাজ্যপালকে আক্রমণ মমতা

নাম না করে রাজ্যপালকে আক্রমণ মমতা

এদিন বাঁকুড়ার সভা থেকে নাম না করে রাজ্যপাল ধনখড়কেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো পাধ্যায়। তাঁর অভিযোগ, কিছু মানুষের কোনও কাজ নেই সকাল থেকে শুধু টুইট করে যান।

রাজ্যপালকে নিশানা নুসরতেরও

রাজ্যপালকে নিশানা নুসরতেরও

প্রতিদিনই তিনি বিভিন্ন ইস্যুতে টুইট করে রাজ্য সরকারকে বিঁধছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যা একেবারেই পছন্দর করছে না তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের অভিযোগ রাজ্যপাল বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। দুদিন আগে সেই কথাই আরও একবার বলেছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়কে তৃণমূলের মুখপাত্র বলে কটাক্ষ করেন নুসরত জাহান।

 সিপিএম, কংগ্রেস, বিজেপি এক

সিপিএম, কংগ্রেস, বিজেপি এক

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিনের সভায় বলেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি আলাদা হলেন, আদতে তারা এক। প্রসঙ্গত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ও সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে এক পংক্তিতে ফেলেন।

অনুব্রতর গড়ে খাতা খোলায় সমস্যা করে দেবেন দিলীপ! খোলা চ্যালেঞ্জ ২০২১-এ

English summary
Kalyan Banerjee criticises Jagdeep Dhankhar from Bankura TMC meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X