• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চিন-পাকিস্তানকে রক্তচক্ষু দেখিয়ে জলপথে মার্কিন ড্রোন নিয়ে নামছে ভারতীয় সেনা! দেশের মাটিতে নয়া অস্ত্র

  • |

কাশ্মীরে সীমান্তে পাকিস্তানের লোভাতুর দৃষ্টি আর লাদাখে চিনের বিস্তারবাদের নেশা, সব মিলিয়ে ভারতের সামনে দুই শত্রু শিবির ক্রমাগত আস্ফালন দেখিয়ে যাচ্ছে। এমন এক পরিস্থিতিতে ভারত ঘরে আনল মার্কিনী নজরদারির অস্ত্র এমকিউ নাইনবি।

 মার্কিনী অস্ত্র ভারতের নজরদারিতে!

মার্কিনী অস্ত্র ভারতের নজরদারিতে!

জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুটি এনকিউ-নাইন বি ড্রোন 'লিজ ' হিসাবে নিয়েছে ভারত। তবে কত টাকার বিনিময়ে এই লিজ এসেছে, তা জানা যায়নি এখনও পর্যন্ত। তবে এই অস্ত্রগুলি আপাতত ১ বছরের জন্য লিজে এসেছে।

 কোথায় মোতায়েন এই ড্রোন?

কোথায় মোতায়েন এই ড্রোন?

উচ্চ প্রযুক্তিতে তৈরি এই দুই তাবড় ড্রোন তামিলনাড়ুর নৌ এয়ার স্টেশন রাজালিতে মোতায়েন করা রয়েছে। যে স্টেশনে ভারতীয় নৌ সেনার পি ৮আই নৌ যুদ্ধবিমানও মোতায়েন রয়েছে। সেখান থেকে শতর্ুর ওপর নজর রাখতেই এমন অস্ত্রকে নিয়ে আসা হয়েছে।

কোন বিশেষ ক্ষমতা রয়েছে এই যুদ্ধাস্ত্রে?

কোন বিশেষ ক্ষমতা রয়েছে এই যুদ্ধাস্ত্রে?

সমুদ্রতল থেকে ৪০ হাজার ফুট ওপরে এই ড্রোন উড়ে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করার ক্ষমতা রাখে। ৩০ ঘণ্টা ধরে এই ক্ষমতা নিজের মধ্য়ে রাখতে পারে মার্কিনি এই ড্রোন। ৫০০০ নাউটিক্যাল মাইল পর্যন্ত উড়তে পারে এরা।

 আরও শক্তিধর অস্ত্র আসন্ন ভারতীয় সেনায়?

আরও শক্তিধর অস্ত্র আসন্ন ভারতীয় সেনায়?

সূত্রের দাবি, আপাতত প্রতিরক্ষা নিয়ে কিছুটা টান রয়েছে ভারতীয় সেনার ভাঁড়ারে। ফলে এই ড্রোনগুলিকে লিজ নিতে হয়েছে। তবে এমন ৩০ টি ইউএভিকে ভারত নিজের তিন সেনা বিভাগের জন্য কিনতে পারে বলে খবর। সেক্ষেত্রে খরচ ৪ বিলিয়ন মার্কিন ডলার।

English summary
amid Ladakh face off, Indian Navy has leased a pair of MQ-9B SeaGuardian unmanned aerial vehicles
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X