১০০ শতাংশ সফল! করোনা 'সুপার ভ্যাকসিন' বাজারে আনছে চিন
চিনা ভ্যাকসিন প্রস্তুকারক সংস্থা সাইনোফার্ম সেদেশের সরকারের কাছে করোনা ভ্যাকসিন বাজারজাত করার অনুমতি চাইল। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে এই টীকার হিউম্যান ট্রায়াল চলছে। উল্লেখ্য, সাইনোফার্মা এর আগে দাবি করেছিল যে তাদের ভ্যাকসিন ১০০ শতাংশ সফল।

১০০ শতাংশ সফল চিনা ভ্যাকসিন
যেখানে বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ৯৫ শতাংশ সফলতার উপরে কোনও ভ্যাকসিন যায়নি, সেখানে চিনা সংস্থার দাবি ঘিরে জোর জল্পনা বৈজ্ঞানিক মহলে। আমেরিকার ফাইজার বা রাশিয়ার স্পুটনিক ফাইভের প্রস্তুকারকরা জানিয়েছে যে তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ সফল। তবে সেই গণ্ডিকে ছাড়িয়ে গিয়ে চিনের দাবি, তাদের টীকা ১০০ শতাংশ সফল।

চিনা সংস্থা সাইনোফার্মের দাবি
চিনা সংস্থা সাইনোফার্মের দাবি, এখনও পর্যন্ত ১০ লক্ষ মানুষের শরীরে করোনা রোধক এই সুপার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। টীকা দেওয়ার পরে তাঁদের মধ্যে কেউ করোনাভাইরাস সংক্রমিত হননি বলে চিনের দাবি। কোভিড প্রতিষেধক হিসেবে এই সুপার ভ্যাক্সিনকে এবারে বাজারে আনতে অনুমোদন চেয়েছে চিনা সংস্থা।

সাধারণের উপর প্রয়োগের অনুমোদন দিয়েছে চিন সরকার
এদিকে ইতিমধ্যেই চিনা সরকারের তরফে সাইনোফার্মকে এই সুপার ভ্যাকসিন সাধারণের উপর প্রয়োগের অনুমোদন দিয়েছে চিন সরকার। তবে বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র সেই সমস্ত শ্রমিক, ছাত্র ও কর্মীদের উপরে প্রয়োগ করা হয়, যাঁরা অতিমারী শুরু হওয়ার পরে বিদেশ সফর করেছেন।

১০টি দেশে করোনা টীকা পরীক্ষা
জানা গিয়েছে ৬ নভেম্বর চিন থেকে ভিন্ন দেশে সফরকারী ৫৬,০০০ যাত্রীকে রওনা হওয়ার আগে সুপার ভ্যাকসিন দেওয়া হয়েছে। তৈরি সুপার ভ্যাকসিন বর্তমানে ট্রায়ালের তৃতীয় তথা অন্তিম পর্যায়ে রয়েছে। বিশ্বের ১০টি দেশের ৬০ হাজার স্বেচ্ছাসেবীর উপরে এই পরীক্ষা করা হচ্ছে।
বাংলার আগেই 'অনুপ্রবেশকারী' ইস্যুতে শান বিজেপির! একুশের অনুশীলনে গেরুয়া শিবির