আইএসএল ২০২০: শেষ মুহূর্তের মারাত্মক ভুলের খেসারত দিল গোয়া, অতিরিক্ত সময়ে গোল করে জিতল মুম্বই
এফসি গোয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করে ম্যাচ জিতল মুম্বই সিটি এফসি। নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে গতি বাড়ালেও কোনও গোল পায়নি। সেখানেই অতিরিক্ত সময়ে লেনি রগ্রিগেজ বক্সের ভিতর হ্যান্ডবল করে বসলে, গোয়াকে মারাত্মক ভুলের খেসারত দিতে হল।
বিপিন সিংয়ের হেড লেনির হাতে লাগলে মুম্বই পোনাল্টি পায়। বক্সের মধ্য়ে হাত বাড়িয়ে ডিফেন্স করতে গিয়েছিলেন লেনি। অভিজ্ঞ ফুটবলার এভাবে কীভাবে ডিফেন্স লাইনে হাত বাড়িয়ে ডিফেন্স করতে গেলেন সেই নিয়ে প্রশ্ন উঠছে।
শেষ পর্যন্ত এই সুযোগ কাজে লাগিয়েই অ্যাডাম লে ফন্ড্রে পেনাল্টিতে গোল করে মুম্বই সিটি এফসিকে ম্যাচ জেতালেন। লিগের দ্বিতীয় ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মুম্বই। প্রথম ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে ০-১ ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ের ছন্দে ফিরল মুম্বই। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার বদলে শেষ মুহূর্তের মারাত্মক ভুলে মুম্বইকে ম্যাচ উপহার দিয়ে গেল গোয়া।

এর আগে প্রথামার্ধে বড় ভুল করে এফসি গোয়া দশ জনে পরিণত হয়। গত ম্যাচে রিসার্ভ বেঞ্চে বসার পর গোয়ার হয়ে আজ রিডিম ল্যাংকে কোচ প্রথম একাদশে মাঠে নামিয়েছিলেন। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। ৪০ মিনিটে অযথা আক্রমাত্মক ট্যাকেল করে রিডিম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

ফলে দ্বিতীয়ার্ধের পুরো সময়টাই গোয়াকে দশ জনে খেলতে হয়। যদিও দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে এই ১০ জনেই মুম্বইকে আটকে দেয় গোয়া। প্রথমার্ধে রিডিম ও দ্বিতীয়ার্ধে বক্সের ভিতর লেনি রগ্রিগেজের ভুলে শেষ পর্যন্ত লড়াই হারল গোয়া।