৩ বছরে ক্রিকেটের তিন বিশ্বকাপ, সুযোগ আসলে তিন বিশ্বকাপেই কিপিং করতে চান রাহুল
'সুযোগ আসলে তিন বিশ্বকাপেই কিপিং করব', অস্ট্রেলিয়া সফর শুরুর আগে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল। ধোনির ফেলে যাওয়া জুতোয় কে পা গলাতে চলেছে সেই নিয়ে দীর্ঘ দিন ধরে চর্চা তুঙ্গে। পন্থ যথেষ্ট সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ। যারপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে দস্তানা হাতে অধিনায়ক বিরাটের আস্থা অর্জন করতে পেরেছেন রাহুল।

অজি সফরের সীমিত ওভারে কিপিংয়ে মুখ রাহুল
এবার ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া সফরের দুই সীমিত ওভারের সিরিজে রাহুলকে কিপার হিসেবে নির্বাচকরা প্রথম পছন্দে রেখেছেন। ডনের দেশে, সীমিত ওভারের সিরিজে রাহুলের পাশাপাশি সঞ্জু স্যামসনের নাম রয়েছে। সঙ্গে ২২ গজে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্সে রাহুল অজি সফরের টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন।

তিন বছরে ক্রিকেটের তিন বিশ্বকাপ
এবার আলোচনার কেন্দ্র বিশ্বকাপ! আগামী ৩ বছর বিশ্বকাপের ঠাঁসা সূচি রয়েছে। ২০২১ সালে ভারতের মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। এরপরই ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০-র পিছিয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপ হবে। এবং ২০২৩ সালে ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ রয়েছে।

বিশ্বকাপে কিপিং করা নিয়ে কী বললেন রাহুল
এই প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় রাহুল বলেছেন, 'এখনই বিশ্বকাপে কিপার হিসেবে দলে থাকব কিনা, সেই দায়িত্ব নিয়ে আমাকে কোনও বার্তা দেওয়া হয়নি। তাই এই মুহূর্তে সিরিজ ধরে ধরে নিজের কিপিং স্কিলে উন্নতি আনতে চাইছি। তবে আগামী ৩ বিশ্বকাপে কিপিং করার সুযোগ এলে, অবশ্যই নিজেকে উজার করে দিতে চাইব।'

বিরাটের ডেপুটি
প্রসঙ্গত অস্ট্রেলিয়া সফরের সীমিত ওভারে রোহিত শর্মার অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিয়ে মাঠে নামবেন রাহুল। ভারতীয় দলের সহঅধিনায়ক তথা বিরাটের ডেপুটি হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুলকে মাঠে নামতে দেখা যাবে।

ছবি সৌজন্যে লোকেশ রাহুলের ইনস্টগ্রাম প্রোফাইল
আইএসএল ডার্বি দিয়ে ফুটবলে অভিযান শুরুর আগে ক্রিকেটে হেরে বসল ইস্টবেঙ্গল