নয়াদিল্লি: বুধবার রাজ্যগুলিকে এই বিষয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। বিশেষত গত সপ্তাহে যেসব জায়গা থেকে বেশি আক্রান্ত হওয়ার খবর এসেছে, সেখানেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
সেই নির্দেশিকা কার্যকর হচ্ছে ১ ডিসেম্বর থেকে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নাইট কার্ফু সহ একাধিক কড়া পদক্ষেপ নতুন করে নিতে বলা হয়েছে।
কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয়েছে যে তারা কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন করতে পারবে না, তবে জমায়েত কমাতে জরিমানা নেওয়ার পদ্ধতি চালু করা যেতে পারে।
এছাড়া মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ একাধিক বিষয়ে নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি বাজারের ক্ষেত্রে বিশেষ নিয়ম তৈরি করার কথা বলা হয়েছে।
ভারতে গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ছাপিয়ে গিয়েছে। বিশেষত দিল্লি, গুজরাত ও মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হাসপাতালগুলিতেও রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে।
আক্রান্তের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় ভারত। মোট মৃতের সংখ্যা ১.৩৪ লক্ষ।