• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সাইক্লোন 'নিভার' আসার আগেই রিজার্ভার থেকে ১০০০ কিউসেক জল ছাড়ল চেন্নাই! পর পর ট্রেন,বিমান বাতিল

সাইক্লোন 'নিভার' (Cyclone Nivar) আছড়ে পড়ার আগেই ক্রমাগত ঝোড়ে হাওয়ার তাণ্ডব শুরু হয়েছে তামিলনাড়ুর একাধিক অংশে। আবহাওয়ার পূর্বাভাস মতোই দক্ষিণ নগরীত চেন্নাই জুড়ে প্রবল বৃষ্টির দাপট দেখা যাচ্ছে। আর তারই সঙ্গে ক্রাগত সাগরে ঘনীভূত হতে শুরু করেছে সাইক্লোন নিভার। একনজরে দেখে নেওয়া যাক সাইক্লোনকে ঘিরে কী পরিস্থিতি বঙ্গোপসাগরের ( Bay of Bengal) এর দক্ষিণ তীরে।

১০০০ কিউসেক জল 'নিভার' আছড়ে পড়ার আগেই!

১০০০ কিউসেক জল 'নিভার' আছড়ে পড়ার আগেই!

প্রসঙ্গত, চেন্নাইয় প্রবল বৃষ্টির জেরে একাধিক জায়গায় জল দাঁড়াতে শুরু করে দিয়েছে। সাইক্লোন আছড়ে পড়ার প্রাক্কালেই ১০০০ কিউসেক জল চেন্নাইয়ের চেম্বারাবক্কাম রিজার্ভার থেকে ছাড়া হয়েছে।

 সাইক্লোন নিভারের ধ্বংসলীলা কেন প্রবল হতে পারে?

সাইক্লোন নিভারের ধ্বংসলীলা কেন প্রবল হতে পারে?

আইএমডির তরফে জানানো হয়েছে, সাইক্লোন নিভার যে গতিতে আসছে তার সর্বোচচ সীমা ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সেক্ষেত্রে টিনের চালের ঘর, চাষের ক্ষেত, কলা বাগান, সাইক্লোনের প্রবল দাপটে ধ্বংস হতে পারে। শুধু ঝড় নয় বৃষ্টির তেজেও সমুহ বিপদ ঘনিয়ে আসতে পারে তামলনাড়ু, পুদুচেরির বুকে।

 ২৬ টি বিমান বাতিল!

২৬ টি বিমান বাতিল!

সাইক্লোন নিভারের জেরে এখনও পর্যন্ত মোট ২৬ টি বিমান বাতিল বলে ঘোষিত হয়েছে। চেন্নাইয়ের জন্যই কেবল এটি ঘোষিত। এদিকে, তামিলনাড়ুর একাধিক এলাকায় বৃহস্পতিবার ছুটি ঘোষিত হয়ে গিয়েছে।

 ট্রেন বাতিল

ট্রেন বাতিল

সাইক্লোন নিভারের কারণে সাউদার্ন রেলের ২ টি ট্রেন বাতিল রয়েছে আজকের জন্য। আগামীকাল ৩ টি ট্রেন বাতিল । এরপর ২৮ তারিখ আরও একটি ট্রেন বাতিল ঘোষিত হয়েছে। এছাড়াও ২৪ টি স্পেশ্যাল ট্রেন সাউদার্ন রেলওয়ে বাতিল করেছে বলে খবর।

২৫ নভেম্বর সোনার দাম হু হু করে নেমে ৪৮ হাজারে! কলকাতার দর একনজরে

English summary
Cyclone Nivar latest update, list of trains, flight cancelled, Water started releasing from Reservoir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X