বাংলার আগেই 'অনুপ্রবেশকারী' ইস্যুতে শান বিজেপির! একুশের অনুশীলনে গেরুয়া শিবির
২০২১ সালে বাংলার নির্বাচনী ময়দানে বেআইনি অনুপ্রবেশকারী এবং সিএএ ইস্যুতে জোর তরজা হতে চলেছে। সিএএ বিরোধী ইস্যু নিয়ে যেখানে বিরোধীরা সরব হবেন, সেখানেই বাংলাদেশ থেকে আসা 'বেআইনি অনুপ্রবেশকারী' ইস্যুতে সুর চড়াবে বিজেপি। এবার সেই ইস্যুতেই হায়দরাবাদের রাজনৈতিক আঙিনা উত্তপ্ত করে ফেলল বিজেপি।

হায়দরাবাদ পৌরনিগমের ভোট ঘিরে আবহাওয়া গরম
হায়দরাবাদ পৌরনিগমের ভোট ঘিরে আবহাওয়া গরম। ১ ডিসেম্বরের এই নির্বাচনের আগে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি ও তাঁর দল এআইএমআইএম-কে নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ও বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

রোঙিঙ্গাদের আশ্রয় দিচ্ছে টিআরএস-এমআইএম
ওয়েইসিকে মহম্মদ আলি জিন্নার সঙ্গে তুলনা করে তেজস্বী বলেছিলেন, হায়দরাবাদের উন্নতির পরিবর্তে ওয়েইসি শুধু রোহিঙ্গাদের মদত দিয়েছেন। তেজস্বীর কথায়, ওয়েইসি যেসব রোহিঙ্গাকে বাঁচানোর চেষ্টা করছেন তাদের সবাইকে তাড়ানো হবে। এদিকে একই সুরে এবার স্মৃতি ইরানি অভিযোগ করেন যে হায়দরাবাদে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের রক্ষা করছে কে চন্দ্রশেখর রাও-এর টিআরএস এবং ওয়েইসির এআইএমআইএম।

প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে
এর আগে তেজস্বী সূর্য বলেছিলেন, 'এদেশে আশ্রয় নেওয়া প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে। এতে কোনও সন্দেহ নেই। ওয়েইসিকে তাঁর ডিজনিল্যান্ড, ড্রিমল্যান্ড তৈরি করতে দেওয়া হবে না। যেসব রোহিঙ্গাকে তিনি বাঁচানোর চেষ্টা করছেন তাদের আমরা ছুড়ে ফেলব। পুরানো হায়দরাবাদের হিন্দু কলোনিগুলি থেকে লোকেরা চলে আসছে। কেন এমনটা হচ্ছে? কেন হিন্দুদের জোর করে পুরানো কলোনি থেকে উঠে আসতে বাধ্য করা হচ্ছে? এই রাজনীতির জন্য ওয়েইসি দায়ী।'

হায়দরাবাদে 'সার্জিকাল স্ট্রাইক'
এদিকে বিজেপি ক্ষমতায় এলে পুরানো হায়দরাবাদে সার্জিকাল স্ট্রাইক করা হবে বলে মন্তব্য করেছিলেন বিজেপি তেলাঙ্গানার সভাপতি বান্দি সঞ্জয় কুমার। সেই মন্তব্যের পালটা তোপ দেগে ওয়েইসি বলেন, 'একজন বিজেপি নেতা বলেছেন ভোটে জিতলে ওল্ড হায়দরাবাদে সার্জিকাল স্ট্রাইক করে পাকিস্তানি ও রোহিঙ্গাদের তাড়ানো হবে। আমি বিজেপিকে জিজ্ঞাসা করছি, তারা কাদের উপর সার্জিকাল স্ট্রাইক করতে চায়? এখানে যারা থাকে সকলেই ভারতীয় নাগরিক। এখানে কতজন রোহিঙ্গা ও পাকিস্তানি থাকে তা ২৪ ঘণ্টার মধ্যে আমাকে জানাক।'
জেল থেকে এনডিএ বিধায়কদের ফোন! গেরুয়া শিবিরে চিড় ধরিয়ে কোন ফন্দি আঁটছেন লালু?